আমাদের কথা খুঁজে নিন

   

হাসির চেম্বার-৩ (বাচ্চাদের কৌতুক, বড়দের প্রবেশ নিষেধ !! )

মাস্টার্স । ঢাকা বিশ্ববিদ্যালয় । ১। একদিন শিক্ষক ক্লাস এ বিয়ে নিয়ে কথা বলছিলেন .. শিক্ষকঃ জনি, তুমি কেমন স্ত্রী চাও?? জনিঃ চাঁদের মত শিক্ষকঃ ওয়াও!! খুব সুন্দর … তুমি কি চাও তোমার স্ত্রী চাঁদের মত সুন্দর আর শান্ত হবে?? জনিঃ না স্যার আমি চাই সে রাতে আসবে আর সকালে চলে যাবে!! ২। স্যারঃ মফিজ, তোর নামে বিচার আসছে তুই নাকি খুব গালাগালি করিস?? . . . . মফিজঃ স্যার, আমি তো কোনদিন কোন কুত্তার বাচ্চারে গালি দেই নাই, জানিনা কোন হারামজাদা আপনেরে এইসব কইছে, ওই হারামি রে যদি একবার সামনে পাইতাম তাইলে লাত্থি দিয়া শুয়োর টারে ল্যাঙরা কইরা দিতাম ।

৩। শিক্ষকঃ কে "I Love You" আবিষ্কার করছে? ছাত্রঃ চীন। শিক্ষকঃ (অবাক হয়ে) কিভাবে? ছাত্রঃ এইটার কোনো Guarantee নাই, Quality ও নাই। টিকলে সারাজীবন...না টিকলে ২ দিনও যায় না । ৪।

শিক্ষকঃ বল তো পৃথিবীর আকার কী রকম? ছাএঃ গোলাকার,স্যার। শিক্ষকঃ বেশ বেশ। এবার প্রমাণ দাও কী করে বুঝলে যে পৃথিবী গোল। ছাএঃ জোরালো প্রমাণ আছে,স্যার। প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী চ্যাপ্টা লিখে শূন্য পেয়েছি।

দ্বিতীয় সাপ্তহিক এ চৌকোনা লিখেও শূন্য পেলাম। তার পর লিখলাম পৃথিবী লম্বা ও তিনকোনা তাও আপনি কেটে দিলেন। তা হলে আর বাকি রইল কী? গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। ৫। এক ছেলে এক মেয়ে কেঃ “i love you!!” মেয়ে খেপে গিয়েঃ “মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে পার নাহ??” . . . ছেলেঃ “আসসালামু আলাইকুম, i love you!!” ----------------------------------------------------------------------- যারা আগে পড়েননি তাদের জন্য হাসির চেম্বার-১ 18++ এবং হাসির চেম্বার-২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।