আমাদের কথা খুঁজে নিন

   

উন্মাদ আমি উন্মাদ(১৮+)

তাশফী মাহমুদ আমি বেয়ারিং আমি ডেয়ারিং, আমি টায়ার আমি ফায়ার, আমি করিনা কাহারেও কেয়ার । আমি আকবর আমি ঈশাখাঁ, পকেটে পাথর হাতে দাঁ, আমি যুদ্ধকরিয়া ক্লান্ত, কভু শান্ত উদভ্রান্ত, খাইযে মাছ জ্যান্ত । আমি চলি পথ ছেড়ে আওয়াজ, এটা আমার চলার রেওয়াজ । তের কোটির এই বাংলার আমি রাজা, আমি মহারাজা আমি খাজা, খাইযে শুকনা গাঁজা । আমি মুক্তি আমি রাজাকার, চোখের পলকে শান্তি করিব মেছাকার, আমি ধ্বনি আমি জ্ঞানী আমি বেশুমার, আমি জ্বলে আর স্থলে একাকার, আমি হুংকার আমি চিৎকার, আমি আহাজারি আমি হাহাকার, আমি অন্যায় আমি অনাচার । আমি উৎপাত আমি সংঘাত, বাংলা থেকে শান্তি করিব উৎখাত, সামনে আসিলে দেখাইয়া দিব একহাত, উন্মাদ আমি উন্মাদ । -----------------------------ইন্টারনেট থেকে প্রাপ্ত--------------------------------  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।