আমাদের কথা খুঁজে নিন

   

নিঝুমের গল্প

দ্রোহের আগুনে উঠুক জ্বলে অচীন গহীন জলের বুকে গোপন দ্বীর্ঘশ্বাস না পুরিল স্বপ্ন মোদের না মিটিলো আশ। লুকিয়ে থাকা ছলছলো জল মনের গহীন বয় কান্না অনেক সেই বুকেতে গল্প নিঝুম হয়। রয় যে চাঁদের সাথেই জেগে জোছনা মাখা মন নম্র আলোয় তপ্ত তবু পুড়ছে আজীবন। যায় ভেসে যায় একলা ঝড়ে বাইরে হুহুঙ্কার থাকে শুধু একটি আশা দেখবো আর একবার। ওই চোখেতে স্বপ্ন মেশে মনের অচীন তীরে তবুও আশায় বুক যে বাঁধে আসবে আবার ফিরে। অনেক সুখে অনেক দুঃখে সেই তো কাছে ছিলে তবে কেন একটু ভুলে একলা গেলে ফেলে ? আজ আমি যে এই নিরালায় চোখের জলে ভাসি ঝাপসা তবু হয়না যে আজ তোমার কোমল হাসি্। অনেক রাগে অভিমানে খুব যে ছেলেখেলা তাই কি তুমি আজ অচেনা করছো আমায় হেলা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।