আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় মন্তব্য ভাল্লাগেনা তাইলে পোস্ট দেন ক্যান????(ব্লগার নিঝুমের কাণ্ড!!!)

ব্লগার নিঝুম মজুমদার আজ সামুতে একটি পোষ্ট দিয়েছেন। কিন্তু আমার মন্তব্যটি তার সম্পূর্ণ পোস্টটিকেই মাটি করে দিবে তাই মুছে দিলেন। ছিঃছিঃ....... ধিক এমন মানসিকতার। তার পোষ্টটি এইখানে: আজকে একটি পোস্টে তার বিজ্ঞ মন্তব্য দেখুন: এইবার বুঝেন!!! এইবার তার পোস্ট সংশ্লিষ্ট কিছু আমার সংগ্রহের কিছু খরব: এগুলোর কোনো জবাব তার কাছে আছে কি?? মাওলানা সাঈদীর আইনজীবীদের সাক্ষীকে জেরা ১। ‘সাঈদীর নির্দেশে খুন’ হয়েও ৫ মাস বেঁচে ছিলেন ইব্রাহিম কুট্টি!!!! ২।

এমপি সম্মুখ যুদ্ধ করার সার্টিফিকেট দিলেন, সাক্ষী বললেন তিনি মুক্তিযুদ্ধ করেননি!!!! ৩। শর্ষিনা মাদ্রাসা সম্পর্কে কিছুই জানে না, তারপরও স্বাক্ষ্য দিলো, মাওলানা সাঈদীকে নাকি সে মাদ্রাসা থেকে বহিঃস্কার করা হয়েছিল?!!!! ৪। সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা সনদ ভুয়া-- এইবার Video টা দেখেন: উত্তরগুলো জানা আছে তো? জানি এইরমক পোস্ট দিলে সামুতে আমাকে ব্যান করা হতে পারে। এর আগেও হইছিলাম। এখানে একটা কথাও আমার না।

পত্রিকা থেকে নেয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।