আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারের সিম্ফনি

অনেক আলোর মাঝে ওরা নাচে লাল নীল সোনালি আলো ঝরে ক্রমাগত ঘূর্নায়নে উত্তাল মিউজিক সাথে নেশার লাগাম ধরে টানে অতিত ভবিষ্যত ভুলে ওরা বর্তমানের হয়ে যায় সুখ ঝরে, ঝরে তন্তুবাস অনুরাগের ছোঁয়ায় মিশে শরীরে-শরীর নাই দুঃখ! অনাবীল সুখের ছোঁয়ায় রাতভর চাতক তিয়াসি ঘুরে ঘুরে দুলে দুলে সুখের অন্বেসনে কে কার বুকে জানেনা পরিচয়- স্বপ্ন নেই কাল নেই শুধু খনিক সুখের জীবন অন্ধকার রাত্রি সাজিয়ে আলোর ঝর্ণাধারায় হারায় স্বাধীনতায় আর পৃথিবীর অন্যপ্রান্তে ঠিক সে সময় অজস্র কান্না ঝরে যায় ক্ষুদায় হাহাকারে, মন্দা খরা যুদ্ধ বন্যা সাইক্লোন সকরুণ সিম্ফনির উত্তাল বন্ধনে জড়ায় ঐ মানব গোষ্টি প্রচন্ড রোদ্রালকে আলো দেখে না আস্তাকুঁড়ের খাদ্যসম্ভার খুঁটে কাকের মতন ইঁদুর কুকুর বেড়ালের মতন ওর জানেনা পৃথিবীর অন্য সীমানায় কুকুর বেড়াল কাপড় পরে ঘুরে বেড়ায় শ্যাম্পু মেখে গোসল করে খায় কত সমৃদ্ধ খাবার ওরা মানব সন্তানেরা উলঙ্গ- শীতে কাঁপে একটুকরো বস্ত্রের অভাবে আর মঙ্গল গ্রহে কেনা হয় জমি বিলিয়ন ডলারে অজস্র অশ্বের খুড়াঘাতে ক্ষুদার যন্ত্রনায় অন্ধকারের পদধ্বনী শুনে- ধুঁকে ধুঁকে ওরা গোনে মৃত্যুর দিন শুধুই খাবারের অপেক্ষা ওদের স্বাধীনতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।