"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। " আমার রাজনৈতিক পরিচয় আমি বিএনপি সমর্থক। ১৯৯১ সালের পর থেকে যতবারই ভোট দিয়েছি ধানেরশীষে দিয়েছি। কিন্তু এবার নাসিক নির্বাচনে মনে প্রাণে চেয়েছি আইভি জিতুক। কারণ বিএনপি যাকে নমিনেশন দিয়েছে সে একটা মহা চোর।
বিআরটিসি লুটে খেয়েছে। আর আওয়ামিলীগ যাকে নমিনেশন দিয়েছে সে একটা ডাকাত,সন্ত্রাসের জন্মদাতা, ভুমিদস্যু এবং তথাকথিত গডফাদার। আর আইভি তুলনামূলক বিচারে একজন সৎ প্রার্থী। সরকারি দলের মেয়র থাকা স্বত্তেও তার নামে তেমন কোন অভিযোগ নাঃগঞ্জবাসীর মধ্যে নেই।
কাজেই আমি চেয়েছি আইভি জয়ী হয়ে বিএনপি আওয়ামিলীগ এই দুদলের কাছে এই বার্তা পৌঁছে দিক যে, সন্ত্রাসী চোর বাটপার আর লুটেরাদের লালনের দিন শেষ হয়ে গিয়েছে।
নাঃগঞ্জবাসী এই সত্যে কে প্রতিষ্ঠিত করুক যে মানুষ এখন বদলে গেছে। ওসমান, হাজারী, তৈমুর দের দিন শেষ। মানুষ এখন যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করতে জানে।
অবশেষে নাঃগঞ্জবাসী তাদের বিচক্ষনতার পরিচয় দিয়েছে। তারা সন্ত্রাসের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে তাদের রায় দিয়েছে।
আজকে আইভির যে জয় সে জয় জনতার। শামিমের যে পরাজয় সে পরাজয় সন্ত্রাসের। মেয়র আইভি আর নাঃগঞ্জের প্রতিটি ভোটার কে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও সাধুবাদ।
আশা করি আজকের নাঃগঞ্জের ঘটনা আগামী সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল ও ভোটারের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আশা করব আগামী দিনের যেকোন নির্বাচনে এদেশের মানুষ সন্ত্রাস, কালোটাকা আর পেশী শক্তির কাছে মাথা নত না করে সৎ ও যোগ্যপ্রার্থী কে নির্বাচিত করবে।
জনতার বিজয়ের ইতিহাস এখান থেকেই রচিত হোক...
( বিশেষ চাওয়া আইভির কাছে নাঃগঞ্জের ভোটারদের যেন স্বপ্ন ভঙ্গ না হয়। সন্ত্রাসের নব্য গড মাডার কবরীর সাথে রাজনৈতিক কারণে আইভির সম্পর্ক ভাল। এবার গডমাদার আইভির ইমেজ ব্যবহার করে নিজের আধিপত্য বিস্তার ও আখের গোছানার চেষ্টা করবে । যদি এমন হয় তাহলে নাঃগঞ্জবাসী আইভি কে কোনদিন ক্ষমা করবেনা। কাজেই আমি চাইব আইভি না্ঃগঞ্জবাসীর অভূতপূর্ব রায়কে সন্মান করে তথাকথিত গদ ফাদার কিংবা গড মাদারদের কাছ থেকে দুরে থাকবে।
তাকে সবসময় মনে রাখতে হবে সে আওয়ামিলীগের মেয়র নয় সে জনতার মেয়র। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।