আমাদের কথা খুঁজে নিন

   

শামীম আর আইভীর কাল্পনিক কথোপকথন...................

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা...........আমার লেখাটা তারই অংশ. সালাম ভাই, আপনার বর্তমান অবস্থা কি? শামীম সালামের উত্তর দিলো কিনা তা বুঝা গেল না শুধু ঠোট দুটি একটু নড়লো.......হে আমার বর্তমান অবস্থা তো ভালো....... শামীম ভাই, আপনার কি মনে হয় আপনি জিতবেন...... অবশ্যই..........হোয়াই নট..আমি জিতবো মানে আমি তো জিতে গেছি অল রেডি....... জিতে গেছেন মানে. এখনো ও তো ভোট গননাই শুরু হয়নি.. কিভাবে জিতলেন..... তা তো বলা যাবে না তোকে . শেষে তুই কোন ঝামেলা বাধাস .. না না আমি কোন ঝামেলা বাধাবো ভাই,,,,,বলেন না একটু.. মানে মানে শামীম আমতা আমতা করে বলল.. দেখলি না শেষ মহুর্ত সেনা বাহিনী আনতে দিলাম না. তার মানে সব কিছু এখন আমার কব্জায়..আর তাছাড়া........ ভাইজান আর তাছাড়া কি.......... নেত্রীতো আমার, নেত্রী আমারে কথা দিছে ..যেভাবেই হোক আমায় জিতাইবো............ তাই -নাকি...... হু তাই....কিন্তু একটা বিষয় বুঝতাছি না... কি বুঝাতাছেন না ভাইজান. মানে ... সবই দেয়াল ঘড়িতে ক্লিক করে অথচ ভোট পরে দোয়াত কলমে..বুঝলি আইভি আমি তো এর হিসেব মিলাতে পারছি না-- বুঝবেন ভাই সবকিছুই বুঝবেন তবে নির্বাচনের পরে... (মনে মনে আপনি যে একটা ভোদাই...........তা ও বুঝবেন.....আপনার নেত্রী কি খামাখা ডিজিটাল দেশ করার কথা বলে......) এমন কারিশর্মা করবো যাতে করে আপনার নেত্রীরে তার কোন দিন ফেল না করাতে পারে.....ক্লিক করবে লাঙ্গলে ভোট পরব নৌকায়, ক্লিক করবো ধানের শীষে ভোট পরবো নৌকায়, এখন যেমন আপনার বেলায় হইতাছে............)))))

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।