নারায়ণগঞ্জ থেকে: দুপুর না গড়াতেই শামীম ওসমানের অগ্নিমূর্তি দেখলো পুলিশ। সেই সঙ্গে তা দেখলো শত শত মানুষ।
ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জের কদমতলী এমডব্লিউ স্কুল মাঠ। পুলিশের জনাকয় সদস্যকে বেজায় শাসালেন শামীম ওসমান। তাদের অপরাধ শামীম ওসমানের একজন কাউন্সিলর ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়।
ঘটনা শামীম ওসমানের কানে গেলে তিনি দ্রুত ওই কেন্দ্রে ছুটে আসেন। দুপুর পৌনে ১টার দিকে তিনি কেন্দ্রে এসেই পুলিশদের শাসাতে শুরু করেন।
পুলিশের একজন কর্মকর্তাকে শাসিয়ে তাকে তার উর্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলার নির্দেশ দেন।
এক পর্যায়ে নিজেই ফোন করে তিনি কেউ একজনের সঙ্গে কথা বলিয়ে দেন ওই পুলিশ কর্মকর্তাকে।
কথা বলে মোবাইল ফোনটি ফিরিয়ে দিয়ে চুপ হয়ে যান পুলিশের ওই কর্মকর্তা।
পরে শামীম ওসমান কেন্দ্রটি ছেড়ে চলে যান।
সকাল থেকে কেন্দ্রটিতে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছিলো তাতে এই ঘটনার পর অনেকটাই ভাটা পড়ে যায়।
বাংলাদেশ সময় ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।