শামীম আজাদ
হারবাল
প্রভাত তরল হলে
এক কাপ ঘ্রাণ চাই
স্রেফ স্নায়বিক
এক কাপ গরম গোলাপ
বাগানের ব্যকূলতা
আরো যত বাচালতা
সব রেখে
স্নায়ু ধুয়ে দিক
ধোঁয়াদের আলে আলে
বড়ে গোলাম আলী চালে
বৈরাগ্য চলেছে বিপাকে
আজিকার বজরায়
নিসিন্দা নিন্দা কাদা থিক্ থিক্
র্দূবিনয় ভালোবাসিয়াছি প্রেমের অধিক
বাতাসে বাবলাকাঁটা
উড়িতেছে বয়সের চুল
দূর থেকে দেখা যায় তামাদি ঝিলিক্
প্রভাতের কোট কেটে
ঢুকে যাচ্ছে রোদের ফিনিক্
এক কাপ ইংলিশ গোলাপ
দু’চামুচ অলসতা
যে নামেই ডাকি
রোদের পিরিচে রাখি
বেঁেধ নিই নয়নে নিরিখ
ভুলি না মন আমারে ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।