আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার নির্বাচন শান্তিপূর্ণ করতে গতকাল শহরের প্রতিটি সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। সন্দেহভাজনদের দেহতল্লাশিসহ পেশাদার অপরাধী গ্রেফতারেও র‌্যাব-পুলিশের নজরদারি চলছিল। শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে বসানো হচ্ছিল সিসি ক্যামেরা। ভোটকেন্দ্র ছাড়াও শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেও সিসি ক্যামেরা বসানো হয়।

এসব ক্যামেরায় নজরদারি চালাবেন র‌্যাব কর্মকর্তারা। র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আলহাজ মোহাম্মদ সোহায়েল ১ হাজার ৪০০ সদস্যের র‌্যাবের ৫টি ব্যাটালিয়ন, র‌্যাবের গোয়েন্দা, মহিলা ও ডগ স্কোয়াড ইউনিট ছাড়াও কোস্টগার্ডের একটি দলের তদারক করছেন। নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব ১১-এর সিইও লে. কর্নেল মোস্তফা কামাল। পুলিশের প্রায় ৪ হাজার সদস্যের নেতৃত্বে রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান। গতকাল শনিবার সকাল থেকে পুরো শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছাড়াও ১১টি চেকপোস্ট বসানোর কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শেষ মুহূর্তে সেনা মোতায়েন না হওয়ায় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় প্রবেশের ২ কিলোমিটার আগ থেকেই বসানো হয় চেকপোস্ট। সাংবাদিক ও নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া কোনো গাড়ি চেকপোস্ট অতিক্রম করতে দেওয়া হচ্ছে না। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ হাজার পুলিশ, ১৪০০ র‌্যাব, কোস্টগার্ড ও পর্যাপ্ত সংখ্যক আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশের নজরদারি রয়েছে নগরজুড়ে।

ডগ স্কোয়াডসহ র‌্যাবের বিশেষ দল ইতিমধ্যে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন এবং তল্লাশি চালিয়েছে। শহরের ৩টি প্রবেশদ্বার, চাষাঢ়া মোড়, ২নং রেলগেট, গলাচিপা রেলগেট, নিতাইগঞ্জ বাজার, রাইফেল ক্লাব মোড়, দেওভোগ, জামতলা মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শহরের প্রতিটি রাস্তায় টহল দিচ্ছে র‌্যাব ও পুলিশের অনেক দল। তবে গতরাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহীদ মিনারের সামনে র‌্যাব ১১-এর সিইও লে. কর্নেল মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১ হাজার র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

ভোটের দিন আরও ৪০০ র‌্যাব সদস্য দায়িত্বে থাকবেন। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে র‌্যাবের নেতৃত্বে থাকা এ কর্মকর্তা জানান, সেনা মোতায়েন না হওয়ায় শুক্রবার বলা হয়েছিল নির্বাচনী এলাকায় র‌্যাবেব সদস্য সংখ্যা ১০০ বাড়িয়ে ৭০০ করা হবে। শেষ পর্যন্ত গতকাল এ সংখ্যা দ্বিগুণের সিদ্ধান্ত নেওয়া হয়। র‌্যাবের সার্বিক প্রস্তুতি তুলে ধরে র‌্যাব ১১-এর সিইও কর্নেল মোস্তফা কামাল ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনী এলাকায় র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, র‌্যাব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পোশাক পরা ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা ইতিমধ্যে টহল ও নজরদারি শুরু করেছেন। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্বে থাকবেন ২৭ জন নির্বাহী হাকিম। আরও ৯ বিচারিক হাকিম থাকছেন মাঠে।

আজ রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে একটানা। র‌্যাব ভোটারদের আসা-যাওয়ার পথেও নিরাপত্তার দায়িত্ব পালন করবে Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।