আমাদের কথা খুঁজে নিন

   

রুবি অন রেইল এ যে সকল ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে!

বাংলাদেশে খুব সাম্প্রতিক সময়ে "রুবি অন রেইল" নিয়ে শুরু হয়েছে। ২০০৫ সালে এর যাত্রা শুরু বাংলাদেশ। "রুবি অন রেইল" নিয়ে যাদের আগ্রহ আছে এবং জানতে চান তারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে বেশ কয়েকটি সফটওয়্যার কোম্পানী "রুবি অন রেইল" নিয়ে কাজ করছে। এর ভীতর অনেকগুলো ওয়েবসাইট ইতমধ্যে সক্রিয় রয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি দারুন মাইল ফলক। যারা রুবি অন রেইল কমিউনিটিকে এগিয়ে নিতে চান তাদের জন্য আশাব্যঞ্জক সংবাদ। চলুন দেখি বাংলাদেশে কি কি ওয়েবসাইট রয়েছে যা "রুবি অন রেইর" এ ডেভেলপ করা - ১. bdipo ২. travelobd ৩. khadok ৪. Akhoni ৫. khan acade my bangla আপনাদের জানা যদি আরও কোন ওয়েবসাই থাকে যা "রুবি অন রেইল" এ করা তবে শেয়ার করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।