এখন না, পরে বলবো নে... অরণ্য বসনের চ্যুত ক্ষমতাও বিস্ময়ে, আপনার ও মনে জটা বাধিছে কুষ্ঠ। পুড়িব একাকীত্বে নয়, তবে গন্ধ সুমধুর, তুমি তো নও, তোমার বস্ত্রে আমি অতিষ্ট। আহ কি সান্ত্বনা, লোকে যাতে বলে, অন্ধেরও হাত আজ তোমার পানে যায় পরে। জ্ঞানী মানুষ, নয় মূর্খ সবের দৃষ্টি, কথায় কথায় তোমার রূপের প্রকাশ আজ ঝরে। আহ কি রূপ, তবে তুমি কেনে মেলে ধরো? নিজের অস্তিত্বই যথার্থ পার্শে ফেলে। অকালেই তবে, আষাঢ়ের গল্প নয়, বুর ভামরাও আজ লোভে, চোখ তোলে। কার ব্যবহারে ইতর ভদ্রের সমাহার, তুমিই তো কথায় কথায় বলে ফোঁসো। তবে বস্ত্রে প্রকাশ কেন এইরূপ নয়, নিজের চরিত্র মাধুর্যেই তবে এসো। নাহ, আমি কেন তোমায় দান করে দিব? প্রভাতের ফুল, তুমি তবে সন্ধ্যায় কেন ফোঁটো? ছোট ছোট ক্ষণিকের যত সুমধুর, তবে মাধুর্যই তোমার, অনুরধে জেগে উঠো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।