আমাদের কথা খুঁজে নিন

   

সেদিন সকালে সামু খুলে বিস্ময়ে বিমূঢ় হয়ে যাবো...

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... সেদিন সকালে আমি সামু খুলে বিস্ময়ে বিমূঢ় হয়ে যাবো- যেদিন দেখবো চিকনমিয়া মাইনাচ দেয়া ছেড়ে দিয়েছেন এবং ব্লগে নিয়মিত লেখা শুরু করেছেন। যেদিন দেখবো হাসান মাহবুব ভাই পুতু-পুতু মার্কা রোমান্টিক গল্প লেখা শুরু করেছেন। যেদিন দেখবো ইমন ভাইয়ার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে! যেদিন দেখবো নাফিস ইফতেখার ভাই সামুর মডু হিসেবে যোগ দিয়েছেন! যেদিন দেখবো রাজি রাজনৈতিক দলে যোগ দিয়েছে। যেদিন দেখবো রাজসোহান ভাই "কেন প্রেম করা উচিত নয়" এবং "প্রেম করার ১০১টি কুফল" শিরোনামের পোস্ট দিচ্ছেন। যেদিন দেখবো আকাশ_পাগলা ইন্টারনেটে আয় করুন টাইপের পোস্ট দেয়া শুরু করেছে! যেদিন দেখবো ডেমোন ভাই ফ্রেঞ্চ ভাষায় ব্লগ লেখা শুরু করেছেন! যেদিন দেখবো শায়মাপু আর অপ্‌সরাপু জমজ বোন! যেদিন দেখবো ডাচম্যান'র পোস্ট স্টিকি হয়েছে। [চলতেও পারে...]  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.