আমি নতুন কিছু লিখবো ২৮ অক্টোবর (বাসস/এএফপি) :
আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা নিয়ে বন্ধুর সঙ্গে বাজিতে জেতার পুরস্কার হিসেবে পেন্টাগন প্রধান লিওন পানেটা নিউইয়র্কে নিয়ে আসছেন ১৮৭০ সালের একটি ১০ হাজার ডলার মূল্যের শ্যাতৌ লাফিতে রথশিল্ডের বোতল। গত বছর ক্যালিফোর্নিয়ায় নিউইয়ার্স ইভে এ বাজি ধরা হয়। রেস্তোরাঁ মালিক বালেস্ট্রেরি প্রতিশ্র“তি দেন যে, তৎকালীন সিআইএ প্রধান পানেটা আল-কায়েদা প্রধানকে খুঁজে বের করতে পারলে তিনি তার সংগ্রহের সবচেয়ে পুরানো মদের বোতলটার ছিপি খুলবেন।
এর চার মাস পর পানেটার স্ত্রী মিলভিয়া তাদের দীর্ঘ দিনের বন্ধু এই রেস্তোরাঁ মালিককে ফোন করে বলেন, ‘ট্রেড, ওয়াই ও পেনারটা রেডি করো। ’ বালেস্ট্রোরি মন্টেরি কাউনি’ হেরাল্ডকে বলেন, ‘যখন আমি জিজ্ঞেস করলাম কেন, তিনি উত্তর দিলেন, তোমার টিভিটা খোল।
’
পানেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে গত ১ মে পাকিস্তানে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করেন।
পানেটার জন্ম শহর মন্টেরিতে অবস্থিত সার্ভিন ফ্যাক্টরি রেস্টুরেন্টের অন্যতম মালিক বালেস্ট্রেরি জানান তার প্রতিষ্ঠানের পানশালায় নববর্ষের এক সমাবেশে এ বাজি ধরা হয়।
কিছু অতিথি তার সংগ্রহ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, তার কাছে ন্যূনতম ১০ হাজার ডলার মূল্যের একটি খুবই পুরানো বোতল রয়েছে। তার ছিপি খোলার ইচ্ছা আমার নাই।
তিনি বলেন, ‘তবে আমি বললাম, লিওন ওসামা বিন লাদেনকে ধরতে পারলে আমরা সে বোতলটি খুলবো। ’ পানেটা তাৎক্ষণিকভাবে বাজিটা গ্রহণ করেন।
এক জন প্রতিরা কর্মকর্তা বলেন, ৩০ জনের মত অতিথির এক নিউইয়ার্স ইভ পার্টিতে বোতলটি খোলা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।