কায়েদা নেতা ওসামা বিন লাদেন মারা গেছেন। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।
এরআগে সংবাদ সংস্থাটি ইউএস নেটওয়ার্কের প্রতিবেদন উদ্ধৃত করে এ খবর জানায়।
লাদেনের জন্ম ১৯৫৭ সালের ১০ মার্চ । তিনি সৌদি আরবের একটি সম্পদশালী বিন লাদেন পরিবারের একজন সদস্য।
সন্ত্রাসী সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা লাদেনকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার জন্য দায়ী করা হয়। ওই ঘটনায় কয়েক হাজার মানুষ প্রাণ হারায়।
লাদেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। ২০০১ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলার পর থেকে লাদেন ও তার সংগঠন আল কায়েদা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ'র প্রধান লক্ষ্যে পরিণত হয়।
এরপর থেকে আত্মগোপনে থাকেন লাদেন।
সু্ত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।