পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
তালগোল পাকিয়ে ফেলেছিলেন মার্ক নলার। সিবিএস টেলিভিশন চ্যানেলের এই প্রতিনিধি শুরুতে কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে ‘ওসামা’ মারা গেছেন, নাকি ‘ওবামা’।
বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যম ওসামার জায়গায় ওবামার নাম বলায় তিনি এই বিভ্রান্তিতে পড়েন।
শিকাগোভিত্তিক রেডিও স্টেশন ইএসপিএন১০০০-এ অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন সারাহ স্পেন।
২ মে মার্কিন সামরিক অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার সংবাদটি পাঠ করছিলেন তিনি। সংবাদের শুরুতেই বলেন, ‘ওবামা বিন লাদেন মারা গেছেন। ’ সংবাদটি শোনামাত্র সবাই তো থ। কী বললেন সারাহ। ওবামা মারা গেছেন? পরক্ষণেই অবশ্য ভুল শুধরে তিনি বললেন, ‘ওসামা মারা গেছেন।
’
শুধু সারাহ নন, ওই দিন বা এর পরের কয়েক দিনে এ রকম অসংখ্য ভুল করেছে সারা বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশন। ভুল করেছেন অনেকে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক ও টুইটারেও। ওবামা ও ওসামার নামের মধ্যে প্রায় মিল থাকায় এই ভুল করেছেন সংবাদকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। ভুল করেছেন টকশোতে অংশ নেওয়া অনেক অতিথিও।
বিশ্বখ্যাত চ্যানেল ফক্স নিউজও ভুল করে বলেছে, ‘ওবামা বিন লাদেন নিহত।
’ স্পেনের খ্যাতনামা নিউজ ওয়েবসাইট ইল পসে বলে, ‘ওবামা বিন লাদেন মারা গেছেন। ’ একই কথা বলেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক চ্যানেল কেটিএক্সএল। ফক্স নিউজ আরেকটি জায়গায় বলেছে, ‘প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন যে ওবামা সত্যি সত্যি মারা গেছেন। ’
এমএসএনবিসির প্রতিনিধি নোরাহ ও’ ডোনেল টুইট করেছেন, ‘ওবামা গুলিবিদ্ধ হয়েছেন এবং মারা গেছেন। ’ সিএনএন তাদের ওয়েবসাইটে বলেছে, ‘আত্মসমর্পণের লক্ষণ ছিল না ওবামার।
’ ফক্স নিউজের অ্যাঙ্কর গিরাল্ডো রিভেরা বলেন, ‘ওবামা মারা গেছেন। ’ একই ধরনের ভুল করেছে বিবিসি ওয়েবসাইট ও ভার্জিনিয়ার ‘এনবিসি ১২’। ওয়াশিংটনভিত্তিক ডব্লিউটিটিজি ফক্স ৫-এর অ্যাঙ্কর গত পরশু সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বলেন, ‘ওবামা সত্যি সত্যি মারা গেছেন। ’ যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ চ্যানেল এমএসএনবিসির একজন প্রতিনিধি টুইট করেছেন, ‘ওবামাকে গুলি করে হত্যা করা হয়েছে। ’
শুরুতে এসব চ্যানেল ও ব্যক্তিরা ভুল করলেও পরে অবশ্য সবাই তা সংশোধন করে নিয়েছেন।
ভাগ্যিস, এ নিয়ে কোনো মাথা ঘামাননি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ফক্স নিউজ অনলাইন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।