আমি নতুন কিছু লিখবো (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুধু বড় ছেলে নয়, এখন থেকে ব্রিটিশ রাজ পরিবারের বড় মেয়েও উত্তরাধিকার হিসেবে সিংহাসনে বসার সুযোগ পাবেন। ৩০০ বছরের আইন পরিবর্তনের মধ্য দিয়ে মেয়েদের জন্য এ সুযোগ করে দেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ার পার্থে কমনওয়েলথ সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানরা শুক্রবার এ আইন পরিবর্তনের পক্ষে একমত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। পদাধিকার বলে কমনওয়েলথ প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ এতে সায় দিয়েছেন।
আইনের এ পরিবর্তনের ফলে ডিউক ও ডাচেস অফ কেম্ব্রিজের (প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন) প্রথম সন্তান যদি মেয়ে হয়, তাহলে ছোট ভাই থাকলেও ওই মেয়ে সিংহাসনে বসবেন।
এতদিন ছেলে না থাকলে তবেই মেয়েরা ব্রিটিশ সিংহাসনে বসার সুযোগ পেতেন, যেমন পেয়েছেন বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথ।
উত্তরাধিকার আইনের পাশাপাশি রাজ পরিবারের কারো রোমান ক্যাথলিককে বিয়ে করার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগের আইনটি সেকেল বলে তা পরিবর্তনের প্রস্তাব তুললে রানি এলিজাবেথ তাতে রাজি হন।
ক্যামেরন সাংবাদিকদের বলেন, "বড় মেয়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র ছেলে হওয়ার কারণে ছোট ছেলেকে সিংহাসনে বসানো আর ভবিষ্যৎ রাজার রোমান ক্যাথলিক ছাড়া অন্য কাউকে বিয়ে করার এখতিয়ার রাখার ধারণা আধুনিক চিন্তাধারার সঙ্গে বেমানান। "
এরপর কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে আইনটি পরিবর্তন করতে একমত হন নেতারা।
সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মেয়েদের পরিবর্তে ছেলেদেরকে অগ্রাধিকার দেওয়ার প্রথাও বাদ দিতে একমত হন তারা।
তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, "এ এক অসাধারণ মুহূর্ত। আমি খুবই আনন্দিত। "
এ বছর প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটোনের বিয়ের সময়টিতে রাজ সিংহাসনের উত্তরাধিকার আইন পরিবর্তনের এ বিষয়টি সামনে আসে।
তাদের প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে পরিবর্তিত আইনে সে একদিন রানি হবে।
আর আইনটি পরিবর্তন না হলে বড় বোন থাকা সত্ত্বেও তাদের প্রথম ছেলেই কেবল রাজা হতো।
আইনটি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বিধি-বিধানের সমন্বয় করতে এখন একটি দল গঠন করা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।