কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন কোনায় যাই,,,.। আমার এক ছোট ভাই এবার ঢাবিতে ২য় বার পরিক্ষা দিবে। খ উনিটে চান্স পায় নাই কারন ইংলিশে ফেল করেছে। এখন ঘ ইউনিটে পরিক্ষা দিবে। গত বছরো একই ভাবে শুধু ইংলিশ এ ফেল করেছে।
তার শুধু সব বিষয়ে পাস করলেই নাকি চান্স কারন তার নাকি কি জানি কোঠা আছে। সে একটা কচিং সেন্টারেও পড়তেছে। কিন্তু কোন কিছু না বুজলে স্যারকে বলতে পারে না(কেন পারে না ওটা ঐ জানে)। সে এখন আমাকে ধরসে কয়েকদিন ইংলিশ পড়াইতে। কারন আমার কাছে কনো কিছু না বুজলে বলতে পারবে।
আমি যতো টুকু ইংলিশ পারি ততটুকুও যদি শিখায় দিতে পারি তাইলেও পাস করে চলে আসবে। কিন্তু ইংলিশ কিভাবে পড়াবো। কিভাবে মানে কনখান থেকে শুরু করবো, কোন দিকে যোর দিবো ,কথায় শেষ করবো। কারন আমি আগে কখনো কাউকে ইংলিশ পড়াই নাই। আমাকে একটু পরামর্শ দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।