আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারের পরের গান

শরীরে আচড়ের দাগ, নষ্ট হল বুঝি আবার মানবতা! যে জীবনের পাখা মেলে ওড়া শৈশব থেকে, খোলস বদলানো যৌবন, কিংবা বার্ধক্যের পূর্ণতা থেকে মৃত্যু অব্দি-আলোর সাথে ঘটেনি সঙ্গম ; যে জীবনে কখনো আসেনি ওই নীহারিকার উষ্ণ কোঠরে হারিয়ে যাবার উন্মত্ত আহ্বান ! আলো অন্ধকারের তফাত, নিতান্ত অর্থহীন প্রশ্ন সে জীবনে। এমন জীবন আমাদের মুগ্ধ করে । এ জীবন অন্ধকারের দান, অনন্ত আধারে বিলীন হবার মাঝেই পরম প্রাপ্তি । বারবার মুখোমুখি তাই জীবন সত্যের ! নগর জীবন, ট্রাফিক সাইরেন,কান ফাটানো অর্থহীন কোলাহল, জীবনের জাগতিক তাড়না হতে দূরে থাকা এই বিপুলা বনাঞ্চল,আমাদের করেছে অন্ধ, আলোক শূণ্যতা-উদ্ভট মদিরা যেন । অন্ধ গুহার থেকে আরো জমাট অন্ধকারে উড়ে আসা বাদুড়ের ঝাক খেয়ে ফেলে যায় অর্ধপাচ্য কলার থোক, মিষ্টি শরিফা ফল ! যাবার আগে শুধু নি:শংসয় করে, আলো অন্ধকারের প্রশ্নটা কতটা আপেক্ষিক! আমরা অন্ধকারের সন্তান, অর্থহীন নক্ষত্রের প্রহেলিকা, এ জীবনে, যে কখনো দেখেনা,সঙ্গম শীৎকারের ফাকে, হৃদয়ের সাথীটিরে নিজের দুচোখে ।

এই শাল বনে হাজারো গাছের ছোট্ট সব কোটরে, সুখের সংসার বাধে, নিজের গানের সুরে আমাদের মতন অন্ধ মাতাল লক্ষ কোটরবাসী । বনগাছের ঘন পাতার ঝোপে আড়াল হয়ে আসা তরুণী চাঁদ, অন্ধকারের গভীর কালো বুকে নরম আলেয়ায় দেয় মসৃনতার পরশ; আমাদের মানসচক্ষে আনে-উচ্ছলতার আদিম সুখ । ভালবাসার কবিতা, লেখা হয় অবাক বিস্ময়ে জীবনের বর্নিল পাতায় ! জন্ম হয় অমর কবিতার । আমরা অবাক হই না আর, কবিতার সর্বব্যাপিতা দেখে । কেননা আমরা জানি, যে জীবন পার্থিব, যে জীবন নগন্য, ক্ষুদ্র কোন প্রাণের, তার প্রাণের উচ্ছাস; কিছু কম নয় দানবীয় কারো থেকে ।

সব প্রাণের অস্তিত্বে প্রলয় তোলে আমাদের লেখা, এই আনকোরা কবিতারা । ঠোটের উপর কামনার্ত ঠোটের অস্থির পরশ পার্থিব জীবনের প্রথম যৌনতা, অন্তহীন সঞ্চালনা উন্মাদনার, জীবন জারক রস আরো প্রার্থিত ; প্রবল ঘোর কামোত্তেজনার ! চিন্তাক্লিষ্ট অথচ সুখী কিশোরীর চোখ, নেশায় অস্থির তখন, অন্ধকারের প্রতি অমোঘ আকর্ষণে । তার সমস্ত সত্তা জুড়ে, জপের মালার মন্ত্রের মতন তার অনাবশ্যক অস্থির সত্ত্বায় ধ্বণিত হয়, আমাদের প্রেমের কবিতা গুলো- অন্ধকার, একমাত্র সত্য আমাদের জীবনের । আমরা অন্ধকারের সন্তান । তারিখ : ২৩/১০/১১ উৎসর্গ : প্রিয় ব্লগার সুপান্থ সুরাহী ।

অনেক দিন ধরেই আমার লেখার নিবিড় পাঠ এবং পাঠ পরবর্তী বিশ্লেষণী মন্তব্যে আমাকে কৃতজ্ঞ করেছেন । উনার ল্যাপটপ ঠিক হোক সে আশাই করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।