আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাম বিষয়ক টেকি হেল্প/সাজেশন দিন

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে) আমার পথচলা সেই আমলের একদম লেটেষ্ট র‌্যাম নিয়ে যেটা ছিলো SD Ram-64mb। যার স্পিড দেখে বন্ধুরা চোখ কপালে তুলে ফেলতো........ তার পরে কতো কিছু এলো গেলো.........কিন্তু র‌্যাম বলতে আমরা নরম্যালী ১গিগা,২গিগা........এভাবেই বুঝে থাকি.......। আর এর চেয়ে একটু এ্যাডভান্স হলে........র‌্যাম টাইপ কি সেটা জানার চেষ্টা করি..........যেমন এসডি,ডিডিআর..........ডিডিআর২.......। আমি গত ১ বছর যাবৎ আমার বর্তমান পিসিতে (D945GCCR মাদারবোর্ড) ‌এ ২গিগার দুটি র‌্যাম ব্যাবহার করছি(বোর্ডে স্লট দুটিই আছে)। আমার জানা মতে একাধিক র‌্যাম ব্যাবহার করলে, ভালো পারর্ফমেন্সের জন্য সেটা একই কোম্পানীর আর একই বাস স্পিডের হওয়া উচিত। কিন্তু আমার কাছে থাকা ৩টি র‌্যামের ৩টিই আলাদা কোম্পানী আর আলাদা বাস স্পিড বিশিষ্ট এই তিনটি র‌্যাম আছে......... যদ্দুর জানি, এই 4200U,5300U & 6400U মিন করে ঐ র‌্যামের স্পিড.........এ ক্ষেত্রে আমি কোন দুটি একসাথে ব্যাবহার করলে সর্বোচ্চ স্পিড পাবো............আর সুবিধা কি হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.