আমাদের কথা খুঁজে নিন

   

আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

আসসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজ এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। সব সময়ই হাসি খুশি থাকুন।
আমি টিপির একজন নিয়মিত টিউনার ছিলাম, কিন্তু সময় ব্যস্ততার জন্য এখন আর নেই তাই শুধু টিপিতে কেও টিটি তেও এসে পড়লাম
এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে পেনড্রাইভকে র‍্যাম হিসেবে ব্যবহার করবেন।

  যারা দেখেন নি, তারা এক্ষুনি দেখে নিন টিউটোরিয়ালটি।

আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি আপনার হার্ডডিস্কের ফাঁকা জায়গাটি আপনার পিসির র‍্যাম হিসেবে ব্যবহার করবেন। আশা করি আপনাদের ভাল লাগবে। চলুন তাহলে মূল টিউটোরিয়ালে চলে যাই
RAM (Random Access Memory) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাকে ছাড়া আপনি কম্পিউটার চালুও করতে পারবেন না।

কম্পিউটারের র‍্যাম যতবেশি হয়, কম্পিউটারের স্পীডও ততবেশি হয়। এখন আপনি যদি র‍্যাম বাড়াতে চান, তাহলে আপনাকে র‍্যাম কিনতে হবে। কিন্তু আপনার কাছে যদি র‍্যাম কিনার টাকা না থাকে, তাহলে কি করবেন? সমস্যা নাই, আপনার হার্ডডিস্কে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাকেই আপনি র‍্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সহজেই
অনেকেই প্রশ্ন করতে পারেন এতে কি পিসির স্পীড বাড়ে? অবশ্যই বাড়ে। ভাল করে লক্ষ্য করে দেখবেন। তবে আপনার পিসির র‍্যাম যদি বেশি হয়, তাহলে হয়ত একটু কম বুঝতে পারবেন।

কিন্তু র‍্যাম কম হলে বুঝতে পারবেন স্পীড বেড়েছে না কমেছে।
উইন্ডোজ সেভেন ও ভিসতার জন্য এই পদ্ধতি প্রযোজ্য

https://www.facebook.com/unselected

সম্পূর্ণ ছবিটা দেখতে ছবির উপর ক্লিক করুন অথবা এখানে যানঃ http://bit.ly/tp-hd-ram
উইন্ডোজ এক্সপির জন্য এই পদ্ধতি প্রযোজ্য

পোস্ট বোনাস হিসেবে আ্পনাদের জন্য দিলাম ফায়ারফক্স ব্রাউজারের জন্য ৩টা থিম। আপনার ফায়ারফক্সকে এবার ট্রান্সফর্ম করে ফেলুন গুগল ক্রোমে। একদমই সহজ। শুধু থিম ইন্সটল করলেই হলো
Download
Download
Download
আশা করি সবাই বুঝতে পেরেছেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ…

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.