আমাদের কথা খুঁজে নিন

   

অতিরিক্ত মেমোরী ব্যবহার থেকে র‌্যাম কে মুক্ত রাখুন

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই । অতিরিক্ত মেমোরী ব্যবহার থেকে র‌্যাম কে মুক্ত রাখার বেশ কিছু সফটওয়্যার আছে । কিন্তু এগুলো আসেলে কোন কাজের না । তাছাড়া খুব সহজেই সফটওয়্যার ছাড়াই এটিকে করা যায় । সফটওয়্যার ছাড়া করা গেলে সফটওয়্যারের দরকার কি ? তো চলুন দেখা যাক কিবাবে এটি করা যায় -- ১. প্রথমে Notepad ওপেন করুন ২.এতে লিখুন FreeMem=Space(10240000000) ৩. এবার এটিকে আপনার কম্পিউটারের যে কোন জায়গায় CLEANER.VBS নামে সেভ করুন ।

৪. ব্যাস কোজ শেষ । এবার শুধু ফাইলটির উপর ডাবল ক্লিক করুন । * ২ নং ঘরের কোড টি লক্ষ্য করুন । ঐখানে আপনি ১০২৪ এর জায়গায় ৫১২ বা আপনার ইচ্ছে অনুযায়ী যে কোন সংখ্যা লিখতে পারেন । এভাবেই আপনি পারবেন আপনার র‌্যাম কে নির্দিষ্ট পরিমান মেমোরী তে মুক্ত করতে ।

এরকম মজার মজার টিপস পেতে-- আমন্ত্রন জানাচ্ছি ডিজিটাল ভূবনে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.