"কপোতাক্ষ নদ" যাকে "দুগ্ধস্রোতরূপি তুমি মাতৃভূমি স্তনে" বলে আখ্যায়িত করেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত৷ আমরা সবাই জানি এক দশক আগেও যে কপোতাক্ষ তার দুই পাড়ের মানুষের ক্ষুধা নিবারণে অন্ন যুগিয়েছে, মাছের যোগান দিয়ে, মালামাল পরিবহনে তার বুকে করে বয়ে নিয়ে গেছে বিচিত্র সব জলযান, তৃষ্ণা মিটাতে দিয়েছে সূপেয় পানি; আজ সেই কপোতাক্ষই মানুষের জীবনে নিয়ে এসেছে দুঃসহনীয় কষ্ট৷ পানি কমিটির জরিপ মতে যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ১৪টি উপজেলার ৭১টি ইউনিয়নের ৮০২টি গ্রাম ডুবে আছে কপোতাক্ষের পানিতে৷ ডুবে থাকা জমির পরিমাণ প্রায় ১ লাখ ৪৭ হাজার হেক্টর আর ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ১৫ লাখেরও বেশি৷ গত ঈদুল ফিতরের আগে থেকেই এই দুভোর্গ শুরু হয়েছে এই দুই পাড়ের মানুয়ের হয়ত ঈদুল আযহায়ও খোলা আকাশের নীচে অনাহারে কাটাতে হবে৷ কপোতাক্ষের দুই পাড়ের মানুষ, যারা খোলা আকাশের নীচে ঈদ উদযাপন করবে আমরা তাদের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে চাই৷ আর এই উদ্দেশ্যেই, "আমরা কপোতাক্ষ পাড়ের মানুষ" এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সহযোগীতায় দূর্গত মানুষের পাশে সাহায্য নিয়ে দাড়াতে চাই৷ আমাদের ইচ্ছা ও আপনাদের সহযোগীতায় আমরা আশা করছি ৬০০টি পরিবারের জন্য ঈদের খাদ্য বিতরণ করা সম্ভব হবে৷ যেখানে প্রত্যেক পরিবারের জন্য থাকবে চাল, সেমাই, চিনি, দুধ ও ডাল ৷ বিবরণ পরিমাণ টাকা চাল ০৩ কেজি ১২০.০০ ডাল ০১ কেজি ৮০.০০ সেমাই ০১ কেজি ৪৮.০০ চিনি ০১ কেজি ৭৫.০০ দুধ ২৫০ গ্রাম ১৫০.০০ একটি পরিবারের জন্য মোট ৪৭৩.০০ টাকা ৬০০টি পরিবারের জন্য ৬০০×৪৭৩ = ২,৮৩,৮০০.০০ টাকা এ উপলক্ষে "আমরা কপোতাক্ষ পাড়ের মানুষ" ২৬ শে অক্টোবর ২০১১ইং তারিখ হতে ৩রা নভেম্বর ২০১১ইং পর্যন্ত কপোতাক্ষ পাড়ের দূর্গত মানুষের জন্যে আপনাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা কামনা করছি৷ সকল সাহায্য আমরা আগামী ৫ই নভেম্বর ২০১১ ইং তারিখে বিতরণ করার উদ্যোগ নিয়েছি৷ তাই "আমরা কপোতাক্ষ পাড়ের মানুষ" সংগঠন আপনাদের সহযোগীতা ও সাহায্যের মাধ্যমে এই দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীত আবেদন ও সহযোগিতা কামনা করছি৷ আহ্বায়ক (ফয়সাল মুকুট) "আমরা কপোতাক্ষ পাড়ের মানুষ" যুগ্ম-আহ্বায়ক (সাবিরা ইসলাম) "আমরা কপোতাক্ষ পাড়ের মানুষ" যোগাযোগ করুনঃ ০১৭১৭৫১১৩৩৯, ০১৭৪৩৪৩০২৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।