আমাদের কথা খুঁজে নিন

   

কপোতাক্ষ বাঁচাও



আমরা সাতক্ষীরা জেলার তালা উপজেলার নবগঠিত পাটকেলঘাটা থানার বাসিন্দাবৃন্দ। দক্ষিনাঞ্চলের বেশ কিছু থানা নিয়ে কপোতাক্ষ প্রবাহিত হয়েছে। যেমন যশোরের মনিরামপুর, কেশবপুর, সাতক্ষীরার পাটকেলঘাটা, তালা, খুলনার ডুমুরিয়া ইত্যাদি প্রলয়ংকারী আইলার পর বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার লোকজন রাস্তা সহ স্কুল কলেজ ইত্যাদি উঁচু জায়গায় মানবেতর ভাবে জীবন যাপন করছে। এক জরিপে দেখা গেছে প্রায় ২ লক্ষ মানুষ কপোতাক্ষ তীরে মানবেতর জীবন যাপন করছে। এক বেলা চিড়া মুড়ি জোটে তো দুই বেলা জোটেনা। আমরা তাদের জন্য কিছু করতে পারি আর না পারি সর্ব সাধারণ এবং সরকারের দৃষ্টি আকর্শন করতে পারি। কপোতাক্ষ তীরবর্তী এলাকাকে দূর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষনা দেয়ার দাবি থাকলেও সেটা আজও হয়নি। এলাকাবাসীর দাবী আমরা ত্রাণ চাইনা, আমরা কপোতাক্ষের খনন চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।