আমাদের কথা খুঁজে নিন

   

কপোতাক্ষ নদ ও তার জলরাশি ভাসিয়ে নিয়ে যায় ঘর-বাড়ী, জমি-জমা, খেতের ফসল।



বাংলাদেশের অগণিত নদ-নদী, উপনদী-শাখানদী, জালের মত ছড়িয়ে আছে দেশটির সর্বত্র। বৃহত্তম এই ব-দ্বীপটির প্রাণ এই নদ-নদীগুলোই। আবহমানকাল হতে এসব নদ-নদী বাংলাদেশের তথা এই ভূখন্ডের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক কারণেই নদীর তীরবর্তী অঞ্চলে শস্য উৎপাদন ও জীবনধারণ সহজতর। তাই পৃৃথিবীর প্রথম সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদী উপতক্যায়।

তখনকার সময় নদী তীরবর্তী অঞ্চলে বসবাস যে সব কারণে গড়ে উঠেছিল সে সব কারণগুলো আজ ও মোটামুটি অপরিবর্তীত আছে। কিন্তু ভৌগলিক অবস্থান এবং পানি ব্যবহারের ক্ষেত্রে নদীর অববাহিকা এলাকার প্রবাহ নিয়ন্ত্রণে বাংলাদেশ বঞ্চিত হওয়ার জন্য প্রতি বছর সৃষ্টি হচ্ছে ভাঙ্গঁন, বন্যা তথা জলাবদ্ধতার মত প্রাকৃতিক দূর্যোগ যা পরিবেশ বিনষ্টের প্রেক্ষিতে দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বাংলাদেশের নদ-নদীর প্রায় সবগুলোর উৎসমুখ রয়েছে বাংলাদেশের বাইরে। গ্রীষ্মকালে এই উৎস অঞ্চলে অত্যাধিক বৃষ্টিপাত এবং বরফ গলার ফলে এ সমস্ত নদী এবং উপনদী বিশাল আকার ধারণ করে। এ সমস্ত পাহাড়ি ঢলের অতিরিক্ত পানি দ্রুত গতিতে নদী ও উপনদী সমূহ সমুদ্রে বহন করতে পারেনা।

তাছাড়া বাংলাদেশের সমভূমি অঞ্চলের নদীর গতিমাত্রা কম এবং নদীগুলো এ অঞ্চলে সোজাসুজি প্রাবাহিত হয়নি বরঞ্চ এঁকে বেঁকে সর্পিল আকারে ধীর গতিতে প্রবাহিত হয়েছে। উপরন্তু এ সময়ে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক হতে প্রবল বেগে প্রবাহিত হয়। ফলে মোহনায় পানির প্রবাহ বাধাগ্রস্থ হয়ে নদীর দুকূল ছাপিয়ে উপচে পড়ে। সৃষ্টি হয় বন্যা ও নদী ভাঙ্গঁনের মত প্রাকৃতিক দূর্যোগ যা এদেশের আর্থ-সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলে। কপোতাক্ষ নদ হলো এদেশের নদ-নদীগুলোর মধ্যে একটি অন্যতম নদী।

এক কালে এ অঞ্চলের মানুষের যাতায়াত, কৃষি ব্যবস্থা, ব্যাবসা-বাণিজ্য সহ অনেক কিছুই এই নদীর সাথে জড়িত ছিল। কিন্তু কপোতাক্ষ তীরে বসবাস রত মানুষের কাছে সেই নদ এখন ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে। জলরাশি ভাসিয়ে নিয়ে গেছে তাদের ঘর-বাড়ী, জমি-জমা, খেতের ফসল। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা ও কাজের মত মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়েছে যশোর ও সাতক্ষীরার কয়েক লাখ মানুষ।

তাদের করুন কান্নার জলধারা নিয়ত মিশে যাচ্ছে কপোতাক্ষের কালো জলরাশিতে। তাছাড়া বর্ষা মৌসূমে নদীতে অধিক পরিমাণে পানি প্রবাহের ফলে বাংলাদেশে প্রায় প্রতি বছর অযাচিত ভাবে বন্যা এবং জলাবদ্ধতার মত প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হয়। পরিবেশ বিপর্যয়ের সাথে সাথে মানুষের আর্থ-সামাজিক জীবনে এর নানামূখী প্রভাব পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।