কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ‘চলচ্চিত্র পাঠচক্রে’র উদ্বোধনী অনুষ্ঠান
চলচ্চিত্র কি? কেমন করে চলচ্চিত্র দেখতে হয়? চলচ্চিত্র পাঠের প্রয়োজনীয়তা কি? চলচ্চিত্র-তত্ত্ব পাঠ কিভাবে হয়? চলচ্চিত্র ও অন্যান্য শিল্পমাধ্যমের আন্ত:সম্পর্ক কেমন, ভিন্ন ভিন্ন মাধ্যমের পাথর্ক্যই বা কোথায়? চলচ্চিত্রের ভাষা কিভাবে গড়ে ওঠে? চলচ্চিত্র কিভাবে চলচ্চিত্র-সাহিত্য গড়ে তোলে অথবা চলচ্চিত্র-সাহিত্য কি? চলচ্চিত্রের সাথে মানুষ, সমাজ এবং রাষ্ট্রের সম্পর্ক কিভাবে নির্ধারিত হয়? চলচ্চিত্র কিভাবে রাজনীতি এবং সমাজব্যবস্থাকে প্রভাবিত করে? জনপ্রিয় চলচ্চিত্র কেমন করে দুনিয়াব্যাপি জনরুচিকে নিয়ন্ত্রণ করে এবং স্থানীয় জনসংস্কৃতির চেহারা বদলে দেয়? চলচ্চিত্র কিভাবে সমাজ বদলের হাতিয়ার হয় বা হতে চায়?
এমন অনেক বিষয় আলোচনার, পঠন-পাঠনের এবং বিশ্লেষনের প্রয়োজনে ‘চলচ্চিত্র পাঠচক্র’। বিষয়-সংশ্লিষ্ট ধ্রুপদ ও সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী, প্রয়োজনীয় পাঠ্যক্রম এবং বিষয়-সংশ্লিষ্ট শিক্ষকদের পাঠদানের মধ্য দিয়ে ৩ মাসের ‘চলচ্চিত্র পাঠচক্র’ চলচ্চিত্রকে বোঝার এবং পাঠের, দেখার এবং শেখার প্রয়োজনীয় আয়োজন।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত এই চলচ্চিত্র পাঠচক্রটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ২০১১, শুক্রবার, বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র চলচ্চিত্র এবং নাট্য বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক জহির আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনার পর ইতালির নব্য বাস্তববাদী চলচ্চিত্র ‘বাই সাইকেল থিবস’ প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য যে তিন মাস মেয়াদী এই চলচ্চিত্র পাঠচক্রটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে এবং এই আয়োজনে যৌথভাবে সহযোগীতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
পাঠচক্রটি মাসের প্রতি শুক্রবার এবং প্রতি মাসের প্রথম ও শেষ শনিবার, মাসে ৬ দিন করে, তিন মাসে ১৮ দিন, বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।