কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ
বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বছরব্যাপি অনুষ্ঠানমালার শেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। এই দিন চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ কর্মীদের স্মারক সম্মাননা জানানো হবে। একই সাথে পুরাতন এবং নবীন চলচ্চিত্র সংসদ কর্মীদের পুনর্মিলনী এবং নৈশভোজের আয়োজন করা হচ্ছে। আয়োজন সংশ্লিষ্ট অন্যান্য তথ্য খুব শীঘ্রই জানানো হবে।
পুনর্মিলনীর জন্য সকল চলচ্চিত্র সংসদকর্মীদের নিবন্ধনের কাজ চলছে।
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত সকল কর্মীদের নিম্নোক্ত ফরম টি পূরণ করে ফরমে উল্লেখিত স্থানে জমা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।