আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে চলচ্চিত্র চর্চার জন্য 'জাতীয় চলচ্চিত্র কেন্দ্র' চাই

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের একটি জাতীয় নাট্যশালা রয়েছে, চিত্রশালা, সংগীত বিদ্যালয়ও আছে। বইয়ের জন্য বাংলা একাডেমী রয়েছে। কিন্তু বাংলাদেশে চলচ্চিত্রের জন্য কোন চলচ্চিত্র কেন্দ্র নেই। চলচ্চিত্র সংসদ আন্দোলন থেকে বহুবছর ধরেই জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের জন্য দাবী জানানো হচ্ছে। এর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে এবং হচ্ছে।

কিন্তু কোন সরকারই চলচ্চিত্র কেন্দ্রের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কলকাতার ‘নন্দন’ সহ ভারতের প্রায় প্রত্যেক প্রদেশেই স্বয়ংসম্পূর্ণ এক-একটি চলচ্চিত্র কেন্দ্র ভারতীয় চলচ্চিত্রে কি অবদান রেখে চলেছে তা কী আমাদের দেশের বুদ্ধিজীবী-সাংবাদিক-রাজনৈতিক নেতৃবৃন্দের একেবারেই অজানা! জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে এই উদাসীনতা-অবহেলা আমাদের সচেতন সাংস্কৃতিক বোধসম্পন্ন মানুষদের মর্মে কী কোন স্পন্দন জাগায় না! জাতীয় নাট্যশালা, চিত্রশালা, সংগীত বিদ্যালয়, বাংলা একাডেমীর মতো করেই জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। এ ধরণের একটি কেন্দ্র ছাড়া সকল চলচ্চিত্রকর্মী এবং সংশ্লিষ্ট মানুষদের সামগ্রীক চলচ্চিত্র-সংস্কূতির বিকাশে নেয়া সকল পদক্ষেপ ব্যর্থ হচ্ছে, হতে থাকবে। বিগত আওয়ামী লীগ (১৯৯৬-২০০১) সরকার যে ‘সাংস্কৃতিক বলয়’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা প্রয়োজন। যা এখনো বাস্তবায়নাধীন।

‌‌'চলচ্চিত্র কেন্দ্র' প্রতিষ্ঠা ছাড়া সাংস্কৃতিক বলয় সম্পূর্ণ হতে পারে না। ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের উল্টো পাশে যে ‘পুলিশ কন্ট্রোল রুম’ রয়েছে আমাদের দাবী এই জায়গাতেই জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠা করা হোক। সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এ স্থানের গুরুত্ব এই দাবীকে জোরালো করে তুলেছে। জাতীয় চলচ্চিত্র কেন্দ্র আমাদের মৃতপ্রায় চলচ্চিত্রে নবপ্রাণ সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। তাই বর্তমান সময়ে আমাদের অন্যতম প্রধান দাবী অবিলম্বে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠা হোক।

চলচ্চিত্রের উৎকর্ষতার ক্ষেত্রে চলচ্চিত্র চর্চার কোন বিকল্প নেই। আর চলচ্চিত্র চর্চার প্রাণকেন্দ্র হতে পারে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র। আমরা আশা করি বর্তমান মহাজোট সরকার চলচ্চিত্র কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। আসুন সবাই চলচ্চিত্রের একটি কেন্দ্র গড়ে তোলার দাবীতে সোচ্চার হই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.