আমাদের কথা খুঁজে নিন

   

মানবিক সাহায্যের পোস্টগুলো স্টিকি করার বিপক্ষে বলছি

পাখি এক্সপ্রেস ব্লগে "অমুক ভাই ভালো মানুষ" "তমুক ভাই বহুত দিল দরিয়াবান" "ওই ভাই তিন বস্তা ধান দিয়েছেন, মার...বাহাবা!" "আপা না থাকলে আমরা সফল হতাম না। " এসব বালছাল শুনতে বিরক্ত লাগে। ব্লগ মিথস্ক্রিয়ার যায়গা। পোস্ট স্টিকি হবে কেবল মিথস্ক্রিয়ার জন্য। ব্লগের ডানপাশে "হাত বাড়িয়ে দাও" নামে একটি বিভাগ আছে।

যত সমাজসেবার পোস্ট আছে, সব ওখানে থাকুক। অর্থ সংগ্রহকেন্দ্রিক যেসব সাহায্য সহযোগিতার পোস্টে সরাসরি বিপদগ্রস্থ কিংবা তার পারিবারের কারো ব্যাংক অ্যাকাউন্ট এর বিবরণ থাকবে না, সেসব পোস্ট অবশ্যই কর্তৃপক্ষ মুছে দিতে হবে। জেনেশুনে কোন প্রতারণাকারীকে সাহায্য করবে কেন? মসজিদে গিয়ে যেমন মিথস্ক্রিয়া মানায় না, লঙ্গরখানায় যেমন লম্বা বক্তৃতা বিবৃতি মানায় না, ঠিক তেমনি ব্লগে এসে টাকা তোলার পোস্ট স্টিকিও মানায় না। এসব ফালতু আবেগ ইমোশন ভাব দেখানোকে প্রশ্রয় দিয়ে ব্লগের বিকাশ বাধাগ্রস্থ করার ফল বেশি ভালো না। কেউ কাউকে সাহায্য করতে চাইলে বিপদগ্রস্থ ব্যক্তিকে নিয়ে পর্যাপ্ত প্রমানাদি হাজির করে, তার নামে ব্যাংক হিসাব খুলে তারপর তাকে সাহায্যের আহবান জানিয়ে ব্লগে পোস্ট দিবেন।

যার যার সাহায্য করার ইচ্ছে হবে, তারা সাহায্য করবেন। অন্যথায় কর্তৃপক্ষকে অনুরোধ করছি এসব পোস্ট আটকে দেয়ার জন্য। আপনারা সবাই খুচরো পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, একেবারে বুকের উপর পড়ুন, ঝাঁপিয়ে পড়ে অসুস্থ এ মানুষটির ভেতর থেকে বিষ বের করে আনুন টাইপের বাজারি কার্যক্রম ব্লগে শক্তভাবে নিষিদ্ধ করে দেয়া হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।