অরুণালোক বন্ধু গো নজরুল তোমার নামে গাঁথতে মালা- তুলতে গিয়ে ফুল পেলাম ব্যথা কাঁটার জ্বালা ক্যামনে সাজাই তোমার ডালা আমার সব যে হলো ভুল। বুকের প্রিয়া ভেবে যারে বেসেছিলাম ভালো আমার ভেতর সে জন কেবল দেখলো আঁধার কালো খুঁজলো না আলোখানি। জানি আমি সব-ই জানি আমার কণ্ঠে তোমার বাণী হানলো তারে হুল। হারিয়ে গেলো তাই সে দূরে ভেঙে হৃদয় কূল।। আমি যে তোমার মতো সব হারানো পথিক ব্যথার নোনা জলে ভেসে ঘুরছি দিগ্বিদিক। তবু তোমার বাণী আমার সুরে নতুন করে তুলবো ভরে। তোমার নামে সকল ভুলে রবো যে মশগুল।। (নেশাখোর কাব্যগ্রন্থের অন্তর্গত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।