ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
এই বুকে কত সুখে
তোমার রাখি প্রিয়া,
উড়ালপঙ্খী হইয়া তুমি
পালাও উড়াল দিয়া।
সারা সময় কাটে আমার
তোমার সাধন করে,
সাধনার ফল অশ্রুমালা
তুমিতো থাক সরে।
রাত্রি বেলায় জোছনা মেলায়
জোনাকি ফুল ফোঁটে,
আমার ভাগ্যে কাঁটার মালা
ফুল,
সেতো অন্যকারও জোটে।
অভাগা আমায় কাঁদিয়ে সখি
সুখের জোয়ারে তুমি,
প্রেমের রাজ্যে দস্যূর রাজ
হৃদয়ে মরুভূমি।
ঐ যে দেখা যায়
আকাশের কোনে
একরাশি লাল রঙ,
দেখো দেখো সব
কত কলরব
মৃত্যুর কত ঢঙ।
মৃত্যুর ডমরু বাঁজিছে ঐ
আর নেই কোন ভয়,
চলে যাব আজ চিরতরে
শেষ হবে সব ক্ষয়।
সখি আমার সুখেই আছে
নাইবা তারে পেলাম কাছে
যাচ্ছি এবার শেষের পরে
জানাও বিদায় এই আমারে
তার অস্পশ্ট মুখচ্ছবি
পেলাম যখন পেলাম সবই
দুঃখ আর নেইকো আমার
পরজন্মে তারে পাব আবার
মুখের কোনে আলতো হেসে
গেলাম আমি অবশেষে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।