বিবিসি জানায়, এ পরিকল্পনা অনুযায়ী, দেশটিতে সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো বিদেশি ডাক্তার নিয়োগ দেয়ার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাশাস্ত্র পাঠ্যক্রমও পরিবর্তন করা হবে।
আর ২০১৫ সাল থেকে স্নাতক পাশ করা ছাত্রদেরকে অবশ্যই সরকারি খাতে দুই বছর চাকরি করতে হবে।
অপর্যাপ্ত সরকারি সেবা, দুর্নীতি এবং অন্যান্য বিষয়ের প্রতিবাদে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখানোর এক মাস পর এ পরিকল্পনা ঘোষণা করল সরকার।
ব্রিটেন এবং সুইডেনের স্বাস্থ্য সেবার অনুকরণে “বেশি ডাক্তার” নিয়োগের এ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ব্রাজিলের নাগরিকরা ওই সব শূন্যপদ পূরণ করতে না পারলেই কেবলমাত্র সেক্ষেত্রে বিদেশি ডাক্তারদের বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রতিবেদন অনুযায়ী, এ মাসের শেষ নাগাদ ওইসব শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে।
"অধিক ডাক্তার প্রকল্পের মূল লক্ষ্য বিদেশ থেকে ডাক্তার আনা নয় বরং দেশের প্রত্যন্ত এলাকায় আরও স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া", বলেন প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
রৌসেফ বলেন, এ পরিকল্পনা শুধুমাত্র একটি দীর্ঘমেয়াদী সমস্যা মোকাবেলা করার জন্যই না বরং সেবার জন্য ব্রাজিলবাসীদের ডাক্তার এর কাছে পৌঁছতে না পারার মতো একটি নৈমিত্তিক সমস্যা এর মাধ্যমে দূর করা যাবে।
নতুন প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা মাসে ৪,৫০০ ডলার এর কিছু কম "ভাতা" পাবেন।
এছাড়াও শল্য চিকিৎসার বিদ্যমান পদ্ধতির আধুনিকায়ন এবং নতুন পদ্ধতি তৈরিতে প্রেসিডেন্ট রৌসেফ ৩০ লাখ ডলার বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।