আমাদের কথা খুঁজে নিন

   

জোক্‌স

নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই। ১। আমাকেই কেন? গতিসীমার চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে বল্টুকে আটক করল ট্রাফিক পুলিশ। বল্টু: অনেকেই আমার মতো দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আপনি আমাকেই কেন আটক করলেন? পুলিশ: আপনি কি কখনো মাছ ধরতে গেছেন? বল্টু: হ্যাঁ! কিন্তু কেন? পুলিশ: কখনো কাউকে একসঙ্গে সব মাছ ধরতে দেখেছেন ২।

গুলিস্তানের পকেটমার গুলিস্তানের পকেটমারদের সুনাম শুনে এক লোক গুলিস্তানে এল ব্যাপারটা দেখার জন্য। সে বুক পকেটে একটা একশ টাকার নোট নিয়ে সারা গুলিস্তানে ঘুরে বেড়াতে লাগল। সারা দিন কেটে গেল কিন্তু কোনো খবর নেই। পকেটের টাকা পকেটেই পড়ে রইল। সন্ধ্যায় একটা পান দোকান থেকে পান কিনতে কিনতে দোকানদারকে বলল, কই গুলিস্তানের পকেটমাররা নাকি দেশের সেরা কিন্তু তার তো কোনো পরিচয় পেলাম না।

একটু দূরে দাঁড়ানো এক ছেলে তখন বলল, জাল নোট নিয়ে ঘুরে বেড়ালে কে আপনার পকেট মারবে ৩। বারো বছরের এক মেয়ে নামাজ পড়ছে মায়ের সঙ্গে। নামাজ শেষে দোয়া করার সময় সে এক পর্যায়ে বলে উঠল, আল্লাহ তুমি দিলি্লকে আমেরিকার রাজধানী বানিয়ে দাও। দোয়া শেষে মা মেয়েকে বললেন_ কী রে, তুই এমন আজব দোয়া করলি কেন? মেয়ে :এমনি। মা :এমনি মানে কী? দিলি্লকে আমেরিকার রাজধানী বানালে তোর কী লাভ? মেয়ে :আমি যে পরীক্ষার খাতায় আমেরিকার রাজধানীর নাম দিলি্ল লিখে ফেলেছি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।