ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল কলা অনুষদ অফিসের নোটিস বোর্ডে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট khaunit.univdhaka.edu ও মোবাইলের মাধ্যমেও ফল জানা যাবে। রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোবাইলের মাধ্যমে (রবি, বাংলা লিংক, সিটিসেল ও এয়ারটেল) ফল পেতে ম্যাসেজ অপসনে গিয়ে DU স্পেস KHA স্পেস Roll No টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর 'খ' ইউনিটের অধীনে ৩৩ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৮৫ জন। সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গত ২১ অক্টোবর এ পরীক্ষা নেওয়া হয়েছিলো। কোচিং সেন্টারগুলোর সাথে যোগাযোগ করে জানা যায় "ফোকাস" থেকে বরাবরের মত এবারও প্রথম হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।