আমাদের কথা খুঁজে নিন

   

সুখে থাকলে ভূতে কিলায়!

দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, "সুখে থাকলে ভূতে কিলায়।" এখন দেখা গেল সুদূর লিবিয়াতেও সেটা প্রতিষ্ঠিত । আসুন দেখে নিই গাদ্দাফির নেতৃত্বে লিবীয়দের অর্জনঃ ● আই এম এফ, বিশ্বব্যাং ক বা অন্য কারো কাছে লিবিয়ার এক পয়সাও দেনা নেই!!! ● উত্তর আফ্রিকার সবচেয়ে সাক্ষর দেশ লিবিয়া!!! ● লিবিয়ায় শিক্ষিত জনসংখ্যার ৮০% লোক পশ্চাত্যের আধুনিক শিক্ষায় শিক্ষিত!!! ● একটি আধ কেজি রুটির দাম লিবিয়ায় পনেরো ইউ এস সেন্ট (আমার ...দেশে ৪৫০ গ্রাম ওরিয়েন্ট পাউরুটির দাম পয়তাল্লিশ সেন্ট আমাদের মাথা পিছু আয় লিবীয়দের আয়ের ক্ষুদ্র ভগ্নাংশ)!! ! ● লিবিয়দের জন্যে ঋণের সুদের হার শুন্য শতাংশ! ● লিবিয়া একটি ভিক্ষুকহীন দেশ!!! ● ১০০% বেকারের বেকার ভাতা নিশ্চিত!!! ● বিয়ের পর বিনা মূল্যে দম্পতির জন্যে ফ্ল্যাট বা বাড়ী!!! ● পৃথিবীর যে কোন শিক্ষা প্রতিষ্ঠান পড়ার সুযোগ, সে জন্যে মাসে ২,৫০০ ইঊ এস ডলার বৃত্তিসাথে গাড়ি ও আবাসনভাতা!!! ● ন্যাটোর বোমাবর্ষনে র আগে পর্যন্ত শূন্য (০) শতাংশ গৃহহীন নাগরিক!!! ● উৎপাদন মূল্যে (Ex factory price) গাড়ি!!! ● ছাত্রেরা যে বিষয়ে পড়াশোনা করে সে বিষয়ে পড়াশোনা করে চাকুরী না পেলে,মূলবেতনের ভাতার টাকা তাদের দেয়া !! ● প্রতিটি লিবীয়র জন্যে বিনা মূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।