আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রেসিডেন্ট আর নিষ্পাপ প্রেসিডেন্ট!

গত চার বছরে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলায় আদালতের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ খুনিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ১৯৭২-২০১৩ সাল পর্যন্ত ক্ষমাপ্রাপ্ত ২৬ জন ফাঁসির আসামির মধ্যে বর্তমান আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির হাতেই ২২ জন ক্ষমা পেয়েছে। এর মধ্যে এক বছরেই (২০১০ সাল) ক্ষমা পেয়েছে ১৮ জন ফাঁসির আসামি। ১৯৮৭ সালে ১ জন, ২০০৫ সালে ২ জন, ২০০৮ সালে ১ জন, ২০০৯ সালে ১ জন, ২০১০ সালে ১৮ জন এবং ২০১১ সালে ৩ জন রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ডাদেশ হতে ক্ষমাপ্রাপ্ত হন। এদের মাফ করা ছাড়াও ... পাশাপাশি রাষ্ট্রপতির সাংবিধানিক এখতিয়ারকে ব্যবহার করে নাটোরের চাঞ্চল্যকর গামা হত্যা মামলায় ২০ ফাঁসির আসামিকে ক্ষমা করে দেয়া হয়েছে... তারপরেও তিনি মহান, তিনি ভুলের উরধে।

। 'আল্লাহ তার রূহকে শান্তি দিন, তার প্রতি সদয় হোন। ' এটি আমারও কামনা... তবে মিথ্যা প্রশংসার দরকার কি? এই তোষামোদিদের জ্বালাই কই যাবো? আপনিওতো মানবেন... লক্ষিপুরের বিপ্লব অথবা 'হবু' প্রেসিডেন্ট সাজেদা চৌধুরীর ছেলে সাদাব আকবরকে ক্ষমা করে উনি একটি জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে খুনের মামলা ছিল দেশ জুড়ে আলোচিত। ... লক্ষ্মীপুর জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি এ এইচ এম বিপ্লবকে ক্ষমা করে প্রেসিডেন্ট জিল্লুর রহমান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীদের প্রশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এর আগে তিনি ক্ষমা করে দিয়েছেন নাটোরের বহুল আলোচিত গামা হত্যা মামলার আসামীদের। যখন শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারনেই আপনার অনুগ্রহে ফাঁসির মঞ্চ থেকে হাসতে হাসতে বের হয়ে আসে বিপ্লবরা, তখন অ্যাডভোকেট নুরুল ইসলাম এর ফ্যামিলি আদালত প্রাঙ্গনে চিৎকার করে কাঁদছিল। মাননীয় প্রেসিডেন্ট! আপনার জন্য দোয়া করার সময় নুরুল ইসলামের কান্নারত মায়ের চেহেরাটা বারবার চোখের সামনে এসে যাচ্ছে। ক্ষমা করবেন...... দোয়া মন থেকে আসছেনা, আর তোষামোদ ও করতে শিখিনি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.