আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে ঘুরে একলা পথিক

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com ভাবছি পথে ক্লান্ত হেঁটে শ্রান্ত পায়ে প্রান্ত কেটে মিথ্যে মায়া অলিক ছায়া রাখছি বিকেল বুক পকেটে। ভোরের আকাশ ক্রমশ দূরে গোলক ধাঁধাঁয় ঘুরে ঘুরে পান্থ জনের উদাস চাহন নামছে ক্রমশ কোটর জুড়ে। হাঁটছি একা অলস পায়ে অন্ধ দিনের দুখ ছাড়িয়ে একটু পিছন ভাবতে গেলে কেউ কি আছে হাত বাড়িয়ে। ঘুরে ঘুরে একলা পথিক খুঁজে ফেরে পথের হদিস পথের মোড়ে মিলায় যে পথ পায় না দেখা অন্ধ পথিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।