আমাদের কথা খুঁজে নিন

   

বারবার নয় একবার জন্মাতে চাই

কবির জন্ম ক্ষণে ক্ষণে হয়না যুগে যুগে হয়না হয় কালেভদ্রে। আমি কবি নই অবাঞ্চিত একজন যে খোঁজে কষ্টের সাগরে সুখ আমার কেউ ছিলনা কখনো; দারকারও নেই যেখানে আমার আমি নেই। ভালবেসে কেউ ভেসে যায় আর কেউ ভাসায় আমি শেষেদের দলে গা ভাসানোর মাঝে সুখ নেই জানি তোমাদের এ বৃথা কাব্য আমায় দু:সময়ের মুখোমুখি করে দিনমান এভাবেই এগিয়ে চলা সারাক্ষণ বিরাগী ভাবনা। এখানে মানবতা নেই, নেই হৃদয়ের মূল্য মানুষের সব কিছু অশ্লীলের অধিনে নেই প্রেম বারবার কাক হয়ে আসতে চাইনা ফিরে যেতে চাই আপন ভুবনে সেখানেই নিহিত আমার সুখ এভাবে আসা-যাওয়ার মধ্যে নিত্য বাস আমার কান্ত প্রহর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.