শনিবার সকালে উপজেলার দুধকুমড়া থেকে রাশেদুল ইসলামের (৪২) গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
রাশেদুল উপজেলার আদাবাড়িয়া গ্রামের মসলেম শেখের ছেলে।
নিহতের ভাই কাশেদুল ইসলামের অভিযোগ, শুক্রবার বাদ জুম্মা এক ব্যক্তি রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি।
সকালে এলাকাবাসী দুধকুমড়া মাঠে লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়।
রাশেদ কৃষি কাজ করতো এবং কোন অপরাধ চক্রের সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি।
কুমারখালী থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে পুর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।