কুষ্টিয়া আলমডাঙা আঞ্চলিক সড়কে পাটিকাবাড়ি ইউনিয়নের জবেদের মোড় এলাকায় সড়ক অবরোধের সময় আজ সোমবার ভোরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছে। নিহত দুজনকে নিজেদের সক্রিয় কর্মী বলে দাবি করেছে ছাত্রশিবির।
নিহতেরা হলেন কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র আল মুকিত এবং মিরপুর উপজেলার হালশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সবুজ। আহত সাদ্দাম হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমের কাছে মুঠোফোন দাবি করেন, নিহত দুজন শিবিরের সক্রিয় কর্মী।
ভোরের দিকে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের গণপিটুনি দেয়। জামায়াতের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আল মুকিত ছোটবেলা থেকেই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে তাঁর খালা ফারজানা পারভীন জানিয়েছেন।
মোহাম্মদ সবুজ শিবিরের রাজনীতি করত কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি তাঁর মামা মানোয়ার হোসেন।
এলাকাবাসীর দাবি, কয়েকদিন আগে সড়কে গাছের গুঁড়ি ফেলে ওই এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।
আজ ভোরে একইভাবে সড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় লোকজন ডাকাতির সন্দেহ করে। তাঁরা সংগঠিত হয়ে অবরোধকারীদের ধাওয়া দেয়। এসময় ডাকাতির সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় তারা।
ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় ওই তিনজনকে অন্য কয়েকজন লোক উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দুজনের মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক নবারুণ বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, সকাল সোয়া সাতটার দিকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ার্ডে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই দুইজন মারা যায়। অপরজনের চিকিত্সা চলছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, দুজন ছাত্র নিহত হয়েছে বলে খবর পেয়েছি। তাঁরা ডাকাত না শিবিরকর্মী, এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।