কুষ্টিয়ায় নূরুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণ বাজার সংলগ্ন কালী নদীতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে জেলার দৌলতপুর উপজেলার শেরপুর এলাকায় আজিরুদ্দিন (৭৫) নামে এক কৃষককে নিজ বাড়িতে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ আজ সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, হরিনারায়ণপুর বাজারের সিলভারের হাড়ি-পাতিল ব্যবসায়ী নুরুল ইসলামকে গত রোববার রাতে নিজ দোকান থেকে অপহরণ করে দুর্বৃত্তরা।
পরে তার পরিবারের ফোন করে মুক্তিপণও দাবি করে তারা। তবে পরে ওই ফোন নম্বর বন্ধ থাকায় অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি নুরুল ইসলামের পরিবার। পরে আজ হরিণারায়ণপুর বাজার সংলগ্ন কালীনদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি।
নিহত নুরুল কাঞ্চনপুর গ্রামের মৃত মতিয়ার শাহের ছেলে। এদিকে বুধবার রাতে শেরপুর গ্রামে নিজ বাড়িতে বৃদ্ধ কৃষক আজিরুদ্দিনকে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, এলাকার দু'টি গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে আজিরুদ্দিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এসব হত্যাকান্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।