আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেটে সিলেক্টর ফিলেক্টর বাদ দিয়ে, প্রথম আলোকে দায়িত্ব দেয়া উচিত। ১০০% জয় সুনিশ্চত। প্রথম আলোর আজকের এই রিপোর্টটি দেখুন সাথে আশরাফুলের এর জন্য বেহায়াপনা....

এ কেমন টেস্ট দল! চট্টগ্রাম থেকে প্রতিনিধি | তারিখ: ১৯-১০-২০১১ ইংরেজিতে লিখলে টেস্ট দলটাকে লেখা যেত ‘ইন্টারেস্টিং’। বাংলায় ঠিক ‘ইন্টারেস্টিং’-এর আসল মজাটা আসে না। তবে আকরাম খানের নির্বাচক দল কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য যে ১৪ সদস্যের দল দিল, সেটাকে ‘হাস্যকর’ বলাই যায়। আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের দেওয়া ১৪ সদস্যের দল হাসির খোরাক হতে পারে অনেক কারণেই। প্রধান নির্বাচকের দৃষ্টিতে টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্ট ক্রিকেটের অর্থ একই।

ওয়ানডেতে ভালো না করায় তাই টেস্ট দলে ঠাঁই হয়নি বাংলাদেশের সর্বশেষ টেস্টের সেরা পারফরমার মোহাম্মদ আশরাফুলের। রকিবুল হাসান দলে ফিরেছেন বিসিবি কাপের এক ম্যাচে ৭২ ও জাতীয় লিগের চলতি রাউন্ডের ম্যাচে ফিফটি করায়। কিন্তু আশরাফুলও যে বিসিবি কাপে ৮৩ ও চার দিনের প্রস্তুতি ম্যাচে ৫৩ রানের দুটি ইনিংস খেলেছেন, সেটি কী করে ভুলে গেলেন! তিন নির্বাচকই সাবেক অধিনায়ক। নির্বাচক হওয়ার আগে জাতীয় দলে অভিজ্ঞতার অভাব নিয়ে তাঁদের নিত্য হাহাকার ছিল। দায়িত্ব নেওয়ার পর তাঁরা বলেছিলেনও, দল গঠনে পারফরম্যান্সের সঙ্গে অভিজ্ঞতার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

তাহলে সর্বশেষ টেস্টের পারফরম্যান্সের সঙ্গে অভিজ্ঞতার থলে নিয়েও আশরাফুল কী করে ছিটকে যান? কেন দলে আসেন না অলক কাপালির মতো ব্যাটসম্যান, সাম্প্রতিক সময়ে যাঁর ব্যাটেও কিনা ছিল সম্ভাবনার আলো? টেস্ট দলে চার নবীন মুখ। নাসির হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াসের এই তালিকায় যোগ করা যেতে পারে নাজমুল হোসেনকেও। ২০০৪ সালে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন এই পেসার। ইলিয়াসের এখনো টি-টোয়েন্টি বা ওয়ানডে অভিষেকও হয়নি! বহুল আলোচিত ‘স্মরণকালের সেরা নির্বাচক কমিটি’র এই দলটি বিতর্কিত আরেকটি কারণেও। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, নির্বাচকদের টেস্ট দল প্রথমে ছিল ১৩ জনের এবং তাতে শুভাগত হোম চৌধুরী ছিলেন না।

কিন্তু বোর্ড সভাপতির কাছে দল জমা দেওয়ার পর সেটি ১৪ জনের হয়ে গেছে! ঢুকে পড়েছেন শুভাগত। দল গঠনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগের তীর এর আগেও বুক পেতে নিয়েছেন আকরাম। কালও বললেন, দলটা নাকি তাঁদেরই। সর্বশেষ টেস্টের সেরা পারফরমার হওয়ার পরও আশরাফুলকে বাদ দেওয়ার ব্যাপারে আকরামের যুক্তি, ‘ব্যাপারটা টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টির না। এ রকম হলে তো টি-টোয়েন্টিতে জুনায়েদকে রাখতে হতো! ব্যাপারটা হলো, সে (আশরাফুল) কীভাবে খেলছে।

সে অনেক সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারেনি। ’ অথচ আশরাফুলের Test score in last 16 innings during 2009-2011 6,6,12,3,2,27,39,25,12,2,4,21,11,14,73,39 Avg. 18.5 সর্বশেষ টেষ্ট ম্যাচে আশরাফুল একটা হাফ সেন্চুরি করেছে তাই এত গুনকীর্তন, তার আগে যে ক্রমাগত ডাব্বা মেরেছেন সেই তথ্য মনে হয় ক্রিকেট পরিসংখ্যানবিদ প্রথম আলোর কাছে নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.