টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য। দলের দায়িত্ব নিয়েই তিনি ঘোষনা দিয়েছেন গোলাম আজম ও জিয়াউর রহমান একই বৃন্তের দুইটি ফুল। নিজামী মুজাহিদ, দেলোয়ার যদি স্বাধীনতা বিরোধী হয় তাহলে জিয়াউর রহমনও রাজাকার এবং আইএসআই এর এজেন্ট। এই বলে তিনি জনতার কাছে প্রশ্ন রাখেন, এখন আপনারাই বলেন জিয়া কি রাজাকার ... তাহলে নিজামী কিভাবে রাজাকার...
কিন্তু জনতার প্রশ্ন খালেদা জিয়া সেদিন ঢাকা কেন্টনমেন্টে স্বামীর বন্ধু পাকিস্তানী সেনা অফিসার ও আইএসআই এর সদস্যদের সাথে কি করছিল। কেন তাকে নিয়ে যাওয়ার জন্য জিয়ার পাঠানো দূতকে ধরিয়ে দিয়েছিল।
বর্তমান বিএনপি আর জিয়ার বিএনপির পার্থক্য বুঝতে খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত ও মানসিকতা জানতে হবে। জিয়া ক্ষমতায় আসার পর তার স্ত্রীকে সব সময় সাথে নিয়ে ঘুরতেন, সেনাবাহিনীতেও প্রফেশনাল বাধ্যবাধকতায়ই পাকিস্তান ও বাংলাদেশ আমলে স্বস্ত্রীক বহু প্রগ্রামে যেতে হয়েছে। সে ক্ষেত্রে রাজনীতির সাথে স্বাভাবিক ভাবেই তাঁর ভালো পরিচয় ছিল। কিন্তু জিয়া কোন রাজনৈতিক আলোচনায় তার স্ত্রীর কমেন্টে খুবই বিরক্ত হতেন এবং বিরত রাখতেন। জিয়ার ক্ষমতায় আসার পর একবার ড্রইং রুমে বসে তিন জন দেশের রাজনীতি নিয়ে আডডা দিচ্ছে খালেদা জিয়াও সেখানে ছিল।
তখন একটা পরিকল্পনার বিষয়ে খালেদা জিয়া তার কমেন্ট করতেই তাকে উঠে ভেতরে চলে যেতে বলেন। খালেদা জিয়ার এমন আরও অনেক ঘটনা, মানসিকতা, চরিত্র, তথ্য, নীতি, বিশ্বাসের প্রভাব খুবই স্বাভাবিক ভাবেই জিয়া ও বিএনপির উপর ছিল।
সবকিছু মিলিয়ে জাতি ব্যক্তি খালেদা জিয়া সম্পর্কে কিছুই জানে না। জিয়ার মৃত্যুর আগ মুহুর্ত এর পূর্বের খালেদা জিয়ার জীবন বৃত্তান্তের কিছুই জানে না জাতি। জানার গুরুত্বও অনুভব করে না।
এটাই এ জাতির চরিত্র। বড়ই উদাস। কোথয় যে কোন বীজ লুকিয়া থাকতে পারে তা এদের ধারনাতেও আসে না। অবশ্য এদেশের জাতিয় রাজনীতি, ভবিষ্যৎ সব কিছুর জান্য খালেদা জিয়ার পূর্ন বায়োগ্রাফি জান উচিত। যদি বলা হয় জিয়ার হত্যার পেছনে খালেদা জিয়ার হাত ছিল, তাহলে এর বিরুদ্ধে কতটুকু যুক্তি আছে জাতির নলেজে ? কতটুকু জানে জাতি খালেদা জিয়া সম্পর্কে ? জিয়া নিহত হওয়ার আগ মুহুর্ত থেকে রিওয়াইন্ড করেন দেখি খালেদা জিয়ার বায়োগ্রাফি ?????? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।