আমাদের কথা খুঁজে নিন

   

পিনু আপার বাসা ২

আমার ব্যক্তিগত ব্লগ যাহোক শেখাকে (আমার ছোট বোন) নিয়ে আল্লাহর নাম করে বেরিয়ে পড়লাম ও দশ টাকায় রিক্সাও পেয়ে গেলাম। পিনু আপাদের বাসার সামনে নেমে বেল টিপলাম। ভিতর থেকে কেউ বলল, কে? আমি কি জবাব দিব, তাই চুপ করে দাড়িয়ে রইলাম। ওমা, গেট তো কেউ খোলে না। আবার বেল টিপলাম।

এবারও জিগ্যেস করা হলো কে? মহা ঝামেলা। মনে হচ্ছে আমার পরিচয় না জেনে ঘরে ঢোকানো হবে না। তৃতীয় বারে বাজিমাত হলো। না ওদিক থেকে না, আমার দিক থেকে। আমি বললাম, পিনু আপা আছেন? ভিতরের কন্ঠস্বর এবার কি যেন বললেন এবং ড্রইং রুমের দরজাটা খুলে গেল।

আর খবর নেই। আমি হতভম্ব হয়ে মেইন গেটের বাইরে দাড়িয়ে আছি। হঠাৎ মনে পড়ল, এই গেট তালা দেয়া না থাকলে বাইরে থেকে গ্রিলের ভিতরে হাত ঢুকিয়ে খোলা যায় এবং সেভাবেই ঢুকে বারান্দা পেরিয়ে বসার ঘরের খুলে দেয়া দরজা দিয়ে ঘরে ঢুকলাম। ঘরে কেউ নেই। নিজেই লাইট আর ফ্যান ওন করলাম।

দেখলাম টেবিলের উপর একটা বই খোলা। অর্থাৎ কেউ পড়ছিল। আবার অপেক্ষার পালা। কেউ আর আসে না। আজব বাড়ি তো! সমাপ্ত ১৯৯২ সনের ডা্য়রীতে লেখা, এর বেশী লেখার ধৈর্য পাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.