আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম কিবরিয়া পিনু’র চারটি কবিতা



জলসজীবতা জলমগ্ন না হলে জন্ম হবে না এই বোধশক্তি হারিয়ে ফেলে আজ দাঁতলাগা অবস্থায় কারা সংজ্ঞাহীন? প্রাণকোষ জলসজীবতা নিয়ে জেগে ওঠে তাও তারা ভুলে যাচ্ছে চোরাস্রোতে পড়ে বর্ষণশীল এ শ্রাবণে আদ্যজ্ঞান কি তারা ফিরে পাবে না? সংবেদন সংবেদ ফিরে পাই জড়তা থাকে না আঁতুড়ঘরের চৌহদ্দি থেকে বের হয়ে সংজ্ঞালাভ করি ও বরিষণধারা! ধারাজল কারা ভেঙে ভেঙে জলমগ্ন করে কোন্ রসায়ন আজ কোন্ সাজ পরিয়ে দেয়? প্রস্ফুটন প্রস্ফুটন হলো এ মুষলধারায় এরপর কী বিস্তার! জীবনস্রোতের বিপরীতে আঁতুরঘর ভুলিনি, বন্যাকবলিত হওয়ার পরও উৎপত্তিমূলে ফিরে আসি সিক্তনদী খুলে খুলে। ভাগচাষী অকর্ষিত মাটি ছুঁয়েছে এ বৃষ্টি কী আনন্দ! যদিও আমি এখনো ভাগচাষী খণ্ড খণ্ড হয়ে যাই ধইঞ্চার ক্ষেতে তবু ফসলের বীজ নিয়ে বর্ষণমুখরিত ভোরে মাঠে গিয়ে পৌঁছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.