পুড়েছি বহুদিন
এমনিতে পুড়েছি বহুদিন ঝণ নিয়ে
তারপর ইট!
এরপর বহুদিন আরো রোদে পোড়া
আমি নই সোনারূপা ও রাংতায় মোড়া!
কাদা ও বালির মিশ্রণকারী লোক একসাথে আজ
আমাকে পরায় কোন্ সাজ?
নেই লজ্জা-শরম ও লাজ!
পুড়তে পুড়তে যদিও হয়েছি ইট
তবু সহ্য হয়না কোনো গিঁট
বার বার ফাঁস নিয়ে আমি মরি!
প্রাণ আছে নিজ ঝাঁকুনিতে যেন নড়ি।
অনুপ্রভা
অনুপ্রভা তোমার কি দহনক্ষমতা
এখনও আছে ? গাছে তোমার কী পুষ্প ?
আগুন লাগানো অগ্নিপাত্র
ধরেছিলে কাছে ! পাছে পুড়ি ভয় ছিল !
ছাই-ভষ্ম হয়ে খাক হবো
হইনি তখনো ! এখনো জ্বলছি তোমার উনুনে !
এখনো বিদ্যুৎবাহী তুমি ? বাজপড়েও
কিবা বজ্রপাতে রাতে পুড়ে ছাই হওনি?
ইলেকট্রিক-শক নিয়েও আমি আছি
দূরে-ভগ্ন¯স্তূপে। কূপে পড়ে নিবু নই।
বিদ্যুল্লতায় আবারও জেগে ওঠা যায়
সামনের শীতে। নিতে চায় দ্যাখো বিদ্যুতের পরিবাহী প্রাণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।