১ ছুঁমন্তর ছুঁ রাজাকারের মাথায় পড়ে কাকপক্ষির গু ! ২ পথে ঘাটে পাড়ায় বীর বাঙালি দাঁড়ায় রাজাকারেরা পালায় ! ৩ যাদের কাছে একাত্তরের খুনি ভোটের খেলায় সোনা-দানা-চুনি তারা হলো রক্তখেকো মুনি । ৪ একাত্তরে হলো যাদের পরাজয় তারাই আবার কথা কয় ! ৫ পথ ছাড়া যাবে না মাঠ ছাড়া যাবে না নিজেদেরও হাত ছাড়া যাবে না। ৬ আমরা যদি না নড়ি পড়বে না ফাঁসির দড়ি! ৭ একাত্তরের রণাঙ্গন জেগে থাকি সারাক্ষণ । ৮ আপোষে পাপোষে রাখবে যারা পা তাদের গালে মাররে জোরে ঘা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।