আমাদের কথা খুঁজে নিন

   

সালাম তোমায় রুমানা মন্জুর.................

রুমানা মন্জুর.......ভালোবেসে বিয়ে করেছিলেন একজন মানু্ষরূপী পশুকে.....যার পাশবিকতার চুড়ান্ত বলি হতে হয়েছে তাকে..শুধু তাই নয়, তদের ছোট সোনামনিও রেহাই পায়নি সেই পাশবিকতা থেকে। শারিরীকভাবে না হলেও মানসিকভাবে ভেঙ্গে পরেছে সে.....নানারকম অস্বাভাবিক আচরণ করছে ছোট্ট শিশুটি।সেদিন ঘটে যাওয়া সব ঘটনা প্রত্যক্ষ করেছে সে,ছোট্ট সোনা সেদিন বুঝতেই পারেনি কেন মা কে বাবা এত মারছে!!!!! মানসিক ডাক্তার বলেছে,তার মনে স্থায়ী প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে,সময় লাগবে সুসথ হতে।আর রুমানা....... দৃস্টিশক্তি ফিরে পাবার আশায় চার বার অপারেশনের পর পরাজিত হয়ে এখন ব্র্রেইল শিখছেন...... জীবনযুদ্ধে পরাজিত হতে চান না তিনি....পিএইচডি শেষ করতে চান, অসমাপ্ত সকল কাজ সম্পন্ন করতে চান তার মনের শক্তি দিয়ে,পরম মমতা দিয়ে বড় করে তুলতে চান তার ছোট্ট সোনাকে.....তার প্রতি রইল শুভকামনা......ভাবছি এটা ছাড়া আর কিই বা করতে পারব আমরা !!!!!!!!!!!!!!!!!!!! আর একটা ছোট্ট চাওয়া.....এরকম মানুষরূপী পশু যেন আর জন্ম না হয় এই সমাজে, ভালোবাসার মত এত পবিত্র একটা জিনিষকে কলুষিত,বিদ্ধস্ত,নোংরা হতে দেখতে চাইনা.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.