আমাদের কথা খুঁজে নিন

   

গ্রুপ ডিসকাশন

গ্রুপ ডিসকাশন প্রতিটি মানুষেরই জ্ঞান-দক্ষতা যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। রয়েছে পরীক্ষা, পর্যবেক্ষণ, গ্রুপ ডিসকাশন বা দলীয় আলোচনা। অধিক তথ্য, ধারণা, শ্রেনীর আলোচনা বুঝতে ও পরীক্ষার প্রস্তুতি ভালভাবে নিতে গ্রুপ স্টাডি বা দলীয়ভাবে পড়া সবার জন্য খুব সহায়ক। গ্রুপ ডিসকাশন মানুষের জ্ঞান ও বিচক্ষণতার সূক্ষ্ম অনুভূতি গুলো সচল রাখে। সচল রাখে সামনে চলার পথ।

গ্রুপ ডিসকাশন বর্তমান সময়ের সব শ্রেণীর মানুষের জন্যে একটি গুরুত্বপূর্ণ জানা ও বোঝার বিষয়। কোয়ান্টাম মেথোড যেমন মানব মনের অনেক পরিবর্তন আনতে পারে তেমনি গ্রুপ ডিসকাশন ও মানব মনের সামগ্রিক পরিবর্তন আনতে পারে। প্রথমে জানতে হবে গ্রুপ স্টাডির সুবিধাসমুহ, তারপর কিভাবে গ্রুপ স্টাডি করা যায়, ধারাবাহিক ভাবে সফল স্টাডিগ্রুপের বৈশিষ্ট্যসমুহ জানতে হবে। অবশেষে গ্রুপ স্টাডির নেতিবাচক দিকগুলো সম্পর্কে নিশ্চিত হোন। গ্রুপ স্টাডির সুবিধাঃ গ্রুপ স্টাডি বিভিন্নভাবে যেকোন পাঠকের/শিক্ষার্থীর জন্য উপকারী হতে পারে।

নিচে গ্রুপ স্টাডির কিছু গুরুত্বপুর্ন দিক আলোচনা করা হল- ১। অনেক সময় একটি দলের যে কেউ পড়ালেখা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সেক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন করে পূনরায় পড়ালেখায় ফিরিয়ে আনার ক্ষেত্রে দলের অন্যরা গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে। দলের অন্যরা তাকে উতসাহিত করার ভাল একটা মাধ্যম ও হতে পারে। ২। আপনার সমস্যার কথা হয়তো আপনি ক্লাসে প্রকাশ করতে ইতস্ততবোধ করতে পারেন, সেক্ষেত্রে ছোট একটা গ্রুপ স্টাডির মাধ্যমে আপনার সমস্যার সমাধান পেতে পারেন।

৩। আপনার উপস্থাপনা, অংশগ্রহন, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে হয়তো বা আপনি দলে খুব ভাল অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন এবং সবাই আপনার উপর অনেকটা নির্ভরশীল হতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদের এড়িয়ে যাওয়া বা অবমাননা করার চেষ্টা করবেন না। ৪। পাঠদানের সময় দলীয় সদস্যরা সকল ধারনা ও তথ্য গুলো শুনবে ও আলোচনা করবে।

এগুলো সকলের শুনার, শেখার ক্ষমতা ও মনোযোগ বৃদ্বির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। ৫। আপনি যে কৌশলে শিখেন দলের অন্যান্য সদস্যরা সে কৌশলে নাও শেখতে পারে। তাদের শেখার ধরন আপনার চেয়ে অধিক ভাল হতে পারে। তখন আপনার মাঝে নতুন ধারণার জন্ম নিতে পারে।

যেটি আপনি পূর্বে কখনো চিন্তা করতে পারেননি। আপনি ইচ্ছে করলে সেই ধারণাটা গ্রহণ করতে পারেন। ৬। অন্যের কাছ থেকে নতুন যে কৌশল গ্রহণ করলেন, সেটি অভ্যাসে পরিনত করুন। ৭।

আপনার সাজানো হ্যান্ড নোটগুলো দলের অন্যান্যদের সাথে তুলনা করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার সাজানোর মাঝে যে ত্রুটি ও দুর্বল দিক সমূহ রয়েছে সেগুলা অন্যদের সাহায্য নিয়ে সুধরিয়ে নিতে পারেন। ৮। দলের অন্যান্যদের সাথে আলোচনা আপনাকে অধিক তথ্য ও ধারণা দিবে। এক্ষেত্রে আপনি সে বিষয়ে অধিক দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারেন।

তাহলে আর দেরি কেন? এখনি শুরু করা যাক- গ্রুপ স্টাডি কিছু সময় খুব বিরক্ত মনে হতে পারে। সেক্ষেত্রে দলের অন্যান্য সদস্যদের সাথে ভাল সম্পর্ক রাখতে পারলে আপনার গ্রুপ স্টাডি বা আলোচনাটা অধিক উপভোগ্য হবে। যেভাবে শুরু করবেনঃ গ্রুপ স্টাডি আপনা আপনি ভাবে হয় না। একটি দল গঠন করার কিছু কৌশল রয়েছে। নিম্নে সেগুলো আলোচনা করা হলঃ ১।

ক্লাসের সময় বা তারপর বা বিরতির সময় আপনার সহপাঠিদের সাথে আলাপ আলোচনা করুন ও তাদের সম্পর্কে ভাল করে জানুন। একজন সহপাঠিকে আপনার দলে নেওয়ার সময় নিম্নোক্ত প্রশ্নগুলো করে যদি যথাযথ উত্তর পান তাহলে তাকে যুক্ত করতে পারেন। • সে কি জানার জন্য আগ্রহী? • সে কি বিশ্বস্ত? • তার মাঝে যে কোন বিষয় ভাল বুঝার ক্ষমতা রয়েছে কি না? • সে কি সব সময় অন্যের উপর নির্ভরশীল? • অন্যের কাছ থেকে নেওয়া তথ্যগুলো সে গ্রহন করবে কি? • তার সাথে কাজ করতে আপনি আগ্রহী কি না? ২। দলীয় সদস্য ৩-৫ জন না হয়া পর্যন্ত বন্ধুদের আমন্ত্রন জানান। কিন্তু দলটি বেশ বড় করার চেষ্টা করবেন না।

সেক্ষেত্রে ব্যবস্থাপনা, লেখাপড়া ও দায়িত্ববোধ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ৩। সবাই কখন একত্রিত হওয়া যায় এবং কত সময় অতিক্রন করা যায় সে বিষয়ে সিদ্বান্ত গ্রহণ করুন। সপ্তাহে দুই বা তিন বার একত্রিত হওয়াটা উত্তম হতে পারে। বেশি সময় নিয়ে পড়ার সিদ্বান্ত নেওয়ার ক্ষেত্রে বিরতির সময় নির্ধারন করুন।

সাধারনত ৬০-৯০ মিনিট সময় নির্ধারন করাই বেশি উত্তম। ৪। মিলিত হওয়ার সেই স্থানটি নির্ধারন করুন যেটি সকলের নাগালের মধ্যে থাকে। এক্ষেত্রে লাইব্রেরী বা খালিরুম অধিক উত্তম। ৫।

গ্রুপ স্টাডির লক্ষ্য স্থির করুন। এটি হতে পারে শ্রেণীকক্ষের পাঠদান অথবা পরীক্ষার জন্য প্রস্তুতি অথবা চলতি ঘটে যাওয়া কোন ঘটনা। ৬। প্রথম সেশনে একজনকে দলনেতা নির্বাচন করুন। ধারাবাহিকভাবে সকলকে নির্বাচন করুন।

৭। দলের প্রত্যেকের দায়িত্ববোধ ও দলনেতার আলোচনার বিষয় সেশনের পূর্বেই সুনির্দিষ্ট করুন। ৮। দলের সহস্যদের না, মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বারের একটি তালিকা করুন। তালিকাটি সবার মাঝে রাখা নিশ্চিত করুন; যাতে যে কোন প্রয়োজনে প্রয়োজনে একে অন্যের সাথে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়।

একটি সফল স্টাডি গ্রুপের বৈশিষ্ট্যঃ একটি স্টাডি গ্রুপ সফল হতে হলে তাকে নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহের অধিকারী হতে হবে- ১। দলের প্রত্যেক সদস্যকে আলোচনায় অংশগ্রহন করতে হবে। ২। আলোচনার সময় বক্তাকে কোন প্রকার প্রশ্ন করে তাকে বিব্রান্তি না করে তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। একই সময় একজন কথা বলাই সবচেয়ে উত্তম হবে।

৩। দলীয় সদস্যদের যৌথ প্রচেষ্টায় বক্তার উত্থাপিত যেকোন বিষয় পূনরায় বিশ্লেষন করবে, অথবা কোন সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করবে। ৪। সদস্যরা খুব কর্মঠ হবে এবং পূর্ব প্রস্তুতি ব্যতিত কেউ আলোচনায় অংশগ্রহন করতে পারবে না। ৫।

আলোচনার বিষয়ের প্রতি সকলের সন্মানবোধ রাখতে হবে। ৬। দলের সকলের প্রতি সকলের আন্তরিকতাবোধ থাকতে হবে। ৭। একে অন্যের সমালোচনা থেকে বিরত থাকতে হবে; কিন্তু গঠনমূলক সমালোচনা রাখতে হবে।

এতে সকলের দুর্বল দিকগুলো প্রকাশ পাবে এবং সেগুলো সুধরিয়ে সেই ক্ষেত্রগুলোকে দৃঢ় করতে সহায়তা করবে। ৮। একে অন্যকে প্রশ্ন করার সময় দ্বিধাবোধ করা যাবে না। ৯। প্রথম সেশন শেষ হলে পরবর্তী সেশনের আলোচনার বিষয় নির্ধারন করতে হবে।

১০। সবসময় মনে ইতিবাচক ধারণা পোষণ করতে হবে। সতকর্তা/ এড়িয়ে যাওয়ার বিষয়সমূহঃ যাইহোক এখানে ইতিবাচক দিকগুলোর পাশাপাশি কিছু নেতিবাচিক দিকও রয়েছে; যেগুলো পরিহার না করলেই নয়। নিচে সেগুলো আলোচনা করা হল- ১। নির্বাচিত বিষয় ও লক্ষ্য থেকে সরে যাবেন না।

২। পড়ালেখার সময় দলকে জাতীয় দলে রুপান্তর করবেন না। ৩। পূর্ব প্রস্তুতি ব্যতীত কাউকে দলে অংশগ্রহণের অনুমতি দিবেন না। দলে অংশগ্রহনের সময় প্রত্যেককে নিজ ভাড়া ও অন্যান্য খরচ বহন করতে হবে।

৪। দলের একজন বা দুজনকে প্রভুত্ব/ প্রভাব বিস্তারের সুযোগ দিবেন না। সকলকে নেতৃত্ব দেওয়ার সমান সুযোগ দেওয়াই উত্তম। আশাবাদি, একটি সফল দল গঠনের ক্ষেত্রে এই তথ্যগুলো আপনাকে যথেষ্ট সহায়তা করবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.