আমাদের কথা খুঁজে নিন

   

কার শাস্তি হওয়া উচিত খুনির না বিচারকের ??? :-( :-( :-(

আমার বিদ্রোহী হতে ইচ্ছে করে। দেশ নিয়ে খুব চিন্তায় আছি জমি সংক্রান্ত বিরোধের মামলায় জামিনে বের হয়েই আসামিরা মামলার বাদী ৬ সন্তানের জননী চন্দ্রবান (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে। রোববার রাতে মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ভগীরথপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার প্রতিবেশী ধনু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এর সূত্র ধরে ধনু মিয়াগং কয়েক দফায় মোহাম্মদ আলী ও তার স্ত্রীকে বেদম মারপিট ও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে মোহাম্মদ আলীর স্ত্রী চন্দ্রবান বাদী হয়ে একই গ্রামের জাহাঙ্গীর (৪০), ধনু মিয়া (৫৫), ছবির (৪৮), মোস্তাক (৩০), মহিউদ্দিন (৫০), সফিউদ্দিন (৪০), জোবায়ের (২৪), হালিমা (৬০), হাসিনা (৫০)সহ ১২ জনের বিরুদ্ধে নরসিংদী আদালতে মামলা করেন। আসামিরা নিয়মিত আদালতে হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে শুক্রবার পুলিশ মামলার আসামি মহিউদ্দিন, ছবির, হাসিনা, সফিউদ্দিন, হালিমাসহ ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। পরদিন রোববার আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসে। একই দিন রাতে মামলার বাদী চন্দ্রবান বাড়ির পাশের মুদি দোকান থেকে সদাই নিয়ে আসার পথে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরসহ ৫-৬ জন মিলে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে ধনু মিয়ার নিজ ঘরে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

পরে নিহতের লাশ ভগীরথপুর কবরস্থানের সামনে ফেলে রাখে। রাত নয়টায় চন্দ্রবানের স্বামী মিল শ্রমিক মোহাম্মদ আলী বাড়ি ফেরার পথে স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে তার সন্তান ও প্রতিবেশীরা এগিয়ে আসে। মায়ের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আসার পথে নিহতের বড় মেয়ে তানিয়া (১৪)কেও মেরে ফেলবে বলে জোবায়ের নামের তালিকাভুক্ত এক আসামি হুমকি দেয়। এই যদি হয় আমাদের বিচারিক অবস্থা তখন সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে ??? কেউ কি কোন সমাধান বলতে পারেন ??? ************ সুত্র: মানবজমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.